জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে আবু বকর মন্ডল (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আবদুল আজিজ নামে একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাবনা সদরের তারাবাড়িয়ার চকপাড়ায় শনিবার রাতে এ ঘটনা ঘটে। নিহত আবু বকর চকপাড়ার লবু মন্ডলের ছেলে। তিনি ইটভাটায় শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। আহত আবদুল আজিজ একই এলাকার কবির উদ্দিনের ছেলে। তিনিও ইটভাটা শ্রমিক।
পুলিশ ও স্থানীয়রা জানান, আবু বকরের সঙ্গে আজিজ মন্ডলের বসতভিটার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জেরে শনিবার রাত ৯টার দিকে দুই পক্ষের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে সংঘর্ষ বাধে। প্রতিপক্ষের ছোড়া টেঁটায় বিদ্ধ হন আবুবকর। আবদুল আজিজ মাথায় গুরুতর আঘাত পান। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার সময় আবু বকর মারা যান। আজিজের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।