গাইবান্ধার সাদুল্লাপুরে যাত্রীবাহী বাস থেকে দুই কেজি গাঁজাসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুর একটার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলার একবারপুর এলাকায় থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- টাঙ্গাইল শহরের দেওলা গ্রামের মৃত তুফান আলীর ছেলে জুয়েল হোসেন (৩৭) ও একই এলাকার হাসান আলীর ছেলে আমিনুর হোসেন (৩০)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলার একবারপুর এলাকায় অবস্থান নেয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের একটি দল। এসময় কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাসি চালিয়ে দুই কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গাইবান্ধা কার্যালয়ের উপপরিচালক শাহ্ নেওয়াজ বলেন, গ্রেপ্তার আসামীদের বিরুদ্ধে সাদুল্লাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম