বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “জাতীয় নির্বাচন নিয়ে দেশে কোনো শঙ্কা নেই। তবে আমরা লক্ষ করছি কিছু কিছু ব্যক্তি অথবা রাজনৈতিক দল অযথা একটি শঙ্কা সৃষ্টি করার চেষ্টা করছে। তবে দেশের জনগণ এসব আবেগভিত্তিক প্রচেষ্টাকে সমর্থন করবে না। সেই সঙ্গে নির্বাচন জনগনের কাছে গ্রহণযোগ্য হবে।”
আজ রবিবার রাতে ঠাকুরগাঁও জেলা স্কুল বড়মাঠে বিএনপির সম্মেলনস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, “গত ১৫ বছরে আওয়ামী লীগের শাসনামলে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে হাজারো মামলা দেওয়া হয়েছে। নির্যাতনের ভয়ে অনেকেই এলাকা ছেড়ে পালিয়ে থাকতে বাধ্য হয়েছেন। এমন পরিস্থিতিতে আমরা সম্মেলন আয়োজনের কথা চিন্তাও করতে পারিনি।”
তিনি জানান, সকল বাধা পেরিয়ে এবার তরুণদের সঙ্গে নিয়ে একটি সফল সম্মেলনের জন্য প্রস্তুতি নিয়েছে ঠাকুরগাঁও জেলা বিএনপি।
সম্মেলনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভার্চুয়াল উপস্থিতি নিশ্চিত করে মির্জা ফখরুল বলেন, “ঠাকুরগাঁও জেলার নেতা-কর্মীদের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে তারেক রহমানের উপস্থিতি। তিনি এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।”
তিনি আরও বলেন, “আমি আশা করি, এই সম্মেলন ঠাকুরগাঁও বিএনপির জন্য শুধু নয়, পুরো দলের জন্য একটি নতুন দিগন্তের সূচনা হবে।”
এ সময় জেলা বিএনপির শীর্ষ নেতারা ও স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/মুসা