চলতি বছরের ৭ ডিসেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২য় সমাবর্তন অনুষ্ঠিত হবে। সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের প্রতিনিধিত্ব করবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফয়জুল কবির খান। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হায়দার আলী বাংলাদেশ প্রতিদিনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
রবিবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হায়দার আলী, উপ-উপাচার্য প্রফেসর ড. মাসুদা কামাল এবং ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফয়জুল কবির খানের সাথে সাক্ষাৎ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের রাস্তা প্রশস্ত করণের বিষয়ে উপদেষ্টার সাথে আলোচনা করা হয়। এছাড়াও বিআরটিসি থেকে বাস প্রদানের বিষয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হকের সাথে আলোচনা হয় বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।
এদিকে সমাবর্তন সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে কেন্দ্রীয় কমিটি ও বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়েছে এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়া শীঘ্রই শুরু করা হবে। সমাবর্তনের বিস্তারিত তথ্যাদি বিজ্ঞপ্তি ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যথাসময়ে প্রকাশ করা হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল