গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে সাড়ে ৫ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতাররা হলেন পাবনার ঈশ্বরদী উপজেলার গোপালপুর পশ্চিম পাড়া এলাকার শফিকুল ইসলামের স্ত্রী রেখা বেগম (৫০) ও নাটোরের লালপুর উপজেলার পুরাতন ঈশ্বরদী পূর্বপাড়া এলাকার শামীম প্রামানিক স্ত্রী রুবিনা বেগম (৪২)।
রবিবার (৭ সেপ্টেম্বর) বিকালে সাড়ে ৫টার দিকে গোবিন্দগঞ্জ পৌর এলাকার পুরাতন সোনালী ব্যাংক ভবনের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি যাত্রীবাসে তল্লাশি করে সাড়ে ৫ কেজি গাঁজাসহ রেখা ও রুবিনা নামের দুই নারীকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, দুই নারীকে সাড়ে ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হবে।
বিডি প্রতিদিন/নাজমুল