দক্ষিণ আফ্রিকার অফ স্পিনার প্রেনেলান সুব্রায়েন বোলিং অ্যাকশনের পরীক্ষায় উতরে গেছেন। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়েছে, তার সব ধরনের ডেলিভারিতে কনুই নির্ধারিত ১৫ ডিগ্রির সীমার মধ্যে ছিল। ফলে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ের ছাড়পত্র পেলেন ৩১ বছর বয়সী এই স্পিনার।
গত আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে অভিষেকের সময় তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা। এরপর থেকে আর কোনো ম্যাচে খেলানো হয়নি তাকে।
সুব্রায়েন গত ২৬ আগস্ট আইসিসি অনুমোদিত ল্যাবে (ব্রিজবেনে) নিজের বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন। রবিবার (৭ সেপ্টেম্বর) আইসিসির পক্ষ থেকে পরীক্ষার ফল প্রকাশ করা হয়, যেখানে জানানো হয় সুব্রায়েনের বোলিং অ্যাকশন বৈধ এবং তিনি এখন আবারও আন্তর্জাতিক ক্রিকেটে বল হাতে মাঠে নামতে পারবেন।
এটাই প্রথম নয়, এর আগেও একাধিকবার প্রশ্নবিদ্ধ হয়েছে সুব্রায়েনের বোলিং অ্যাকশন। ২০১২ সালের ডিসেম্বরে প্রথমবার তার অ্যাকশনকে অবৈধ ঘোষণা করা হয়। তখন তাকে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার পুনর্বাসন কর্মসূচির আওতায় আনা হয় এবং ২০১৩ সালের জানুয়ারিতে পুনরায় বোলিংয়ের অনুমতি পান তিনি।
তবে ২০১৪ সালে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে ফের প্রশ্ন উঠে তার অ্যাকশন নিয়ে। পরীক্ষায় প্রমাণিত হয়, তার সব ডেলিভারিই ১৫ ডিগ্রির সীমা অতিক্রম করে। এর ফলে ২০১৫ সালের নভেম্বরে আবারও নিষিদ্ধ হন। পরবর্তীতে ২০১৬ সালের জানুয়ারিতে পরীক্ষায় ব্যর্থ হওয়ার পর মার্চে আরও একবার সুযোগ নিয়ে তিনি বোলিংয়ে ফেরার অনুমতি পান।
২০১১ সাল থেকে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে খেলে আসলেও, আন্তর্জাতিক অভিষেক হয়েছে চলতি বছরেই। তিনি তার একমাত্র টেস্ট খেলেছেন গত জুলাইয়ে, জিম্বাবুয়ের বিপক্ষে। এরপর ওয়ানডে অভিষেকে বোলিং অ্যাকশন ঘিরে ফের অনিশ্চয়তায় পড়ে যান।
বিডি প্রতিদিন/মুসা