দিনাজপুরে চলতি আমন মৌসুমে কৃষকরা লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে আমন ধান চাষ করেছেন। অনুকূল আবহাওয়া ও সময়মতো বৃষ্টিপাত হওয়ায় এবার আমন ধানে রেকর্ড উৎপাদনের আশা করছেন কৃষি কর্মকর্তারা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে দিনাজপুরে ২ লাখ ৬ হাজার ৮৬০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে বাস্তবে কৃষকেরা ৫ হাজার ৫০ হেক্টর বেশি জমিতে আমন চাষ করেছেন, যার পরিমাণ দাঁড়িয়েছে ২ লাখ ১১ হাজার ৯১০ হেক্টর।
কৃষি বিভাগ জানায়, এ বছর আমনের উপশী জাত ২ লাখ ৪৮ হাজার ৬৩০ হেক্টর, স্থানীয় জাত ৯৯০ হেক্টর এবং হাইব্রিড জাত ১১ হাজার ২৪০ হেক্টর জমিতে চাষ হয়েছে। আগাম জাতের আমন ধান রোপণ বেশি হয়েছে বলে জানান কর্মকর্তারা।
দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আফজাল হোসেন বলেন, ‘বৃষ্টিপাত স্বাভাবিক থাকায় আমন রোপণে কোনো সমস্যা হয়নি। কৃষকেরা সময়মতো চারা রোপণ করতে পেরেছেন। ফলে উৎপাদনেও ইতিবাচক প্রভাব পড়বে।’
তিনি আরও জানান, চলতি মৌসুমে আমন ধান থেকে ৮ লাখ ৭৪ হাজার ৯৫১ টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। তবে অতিরিক্ত জমিতে চাষ হওয়ায় এবার আমন উৎপাদন ৯ লাখ টন ছাড়িয়ে যেতে পারে বলে আশা করা হচ্ছে।
কৃষকেরাও জানিয়েছেন, এখন পর্যন্ত আমন চাষে তেমন কোনো সমস্যা হয়নি। ফসলের মাঠে ভালো ফলনের আশা নিয়ে পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তারা।
বিডি প্রতিদিন/জামশেদ