আইপিএল শেষে হতেই এবার ভারতীয় ক্রিকেটারদের নজর এখন বিশ্বকাপে। কিন্তু তার আগে টিম ইন্ডিয়ার বিশ্বকাপ স্কোয়াডের দুই ক্রিকেটারকে নিয়ে কপালে চিন্তার ভাঁজ অধিনায়ক বিরাট কোহলির। আইপিএলে পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে কাঁধে চোট পান অলরাউন্ডার কেদার যাদব। সেই চোট লাগার পরেই অবশ্য চেন্নাই ফ্র্যাঞ্চাইজি কোনো রকম ঝুঁকি নেয়নি। আইপিএলের আরও কোনও ম্যাচে দলে রাখেনি কেদারকে। মিডল অর্ডারে ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতে উইকেট তুলে নেওয়ার অদ্ভুত ক্ষমতা রয়েছে কেদার যাদবের। তাকে পুরোপুরি ফিট পাওয়া যাবে কিনা সেটা দুশ্চিতা রয়েছে কোহলির।
আরেকটি দুশ্চিন্তা কুলদীপ যাদবকে নিয়ে। আইপিএলে ফর্মের ধারে কাছে ছিলেন না কলকাতার হয়ে খেলা এই স্পিনার। ২০১৯ সালের আইপিএল দ্রুত ভুলতে চাইবেন কুলদীপ নিজেও। আইপিএলের ৯টি ম্যাচে মাত্র ৪টি উইকেট পেয়েছেন তিনি। ইকোনমি রেট ৮.৬৬। এমনকি আরসিবি-র বিরুদ্ধে ম্যাচে এমন বোলিং করেছিলেন যে ডাগআউটে ফিরে কেঁদেছিলেন কুলদীপ। তবে কি মিস্ট্রি স্পিনারের রহস্য বুঝে ফেলেছেন বিশ্বের তাবড় তাবড় ব্যাটসম্যানরা? কেদার-কুলদীপ এই দুই ক্রিকেটারই বিশ্বকাপের আগে চিন্তা বাড়িয়েছে ক্যাপ্টেন কোহলির।
বিডি-প্রতিদিন/১৪ মে, ২০১৯/মাহবুব