পাকিস্তানের অলরাউন্ডার শাদাব খানের বিশ্বকাপ খেলা নিয়ে একটা সংশয় ছিল। অবশেষে সেটা কেটে গেছে। মঙ্গলবার ইংলিশদের বিপক্ষে তৃতীয় ওয়ানডের টসের সময় অধিনায়ক সরফরাজ আহমেদ নিশ্চিত করেছিলেন, বিশ্বকাপে খেলার জন্য ফিট শাদাব। এবার পিসিবিও নিশ্চিত করেছে, দলের সঙ্গে যোগ দিতে ইংল্যান্ডের পথে যাত্রা করবেন এই অলরাউন্ডার।
বল-ব্যাট দুটিতেই কার্যকরী বলে পাকিস্তানের বিশ্বকাপ দলে থাকছেন, সেটা অনুমিতই ছিল। সুযোগও পেলেন, কিন্তু রক্তে হেপাটাইটিস ‘সি’ ভাইরাস পাওয়ায় শঙ্কায় পড়ে যায় শাদাব খানের বিশ্বকাপে থাকা। তবে খুশির খবর পেয়েছেন এই অলরাউন্ডার। শরীরে আর কোনও ভাইরাস নেই তার, বিশ্বকাপ খেলতে তিনি পুরোপুরি ফিট।
লন্ডনের উদ্দেশ্যে আগামী বৃহস্পতিবার পাকিস্তান ছাড়বেন শাদাব। আগামী ২৪ মে আফগানিস্তান ও ২৬ মে বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপের দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তানি। ফিটনেস ঠিক থাকলে সেখানে মাঠে নেমে প্রস্তুতিটাও সেরে ফেলতে পারেন শাদাব।
বিডি-প্রতিদিন/১৪ মে, ২০১৯/মাহবুব