শিরোনাম
২৬ মে, ২০১৯ ১৩:২৫

সরকার নির্ধারিত মূল্যে ধান ক্রয়ের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন

কিশোরগঞ্জ প্রতিনিধি

সরকার নির্ধারিত মূল্যে ধান ক্রয়ের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন

সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয়, ইউনিয়ন পর্যায়ে সরকারি ক্রয়কেন্দ্র চালু এবং অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কমিউনিস্ট পার্টি। 

রবিবার দুপুরে শহরের রঙমহল চত্বরে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। এতে বক্তারা দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। তারা আরও বলেন, কৃষকরা যেমন ফসলের ন্যায্য দাম পায়না, শ্রমিকরাও তেমনি সঠিক মজুরি পায়না। তাই এ সমাজ ব্যবস্থাকে পাল্টিয়ে কৃষক-শ্রমিকের সমাজ ব্যবস্থা কায়েম করতে হবে।

এ সময় বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সাবেক সভাপতি ডা. এনামুল হক ইদ্রিস, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক, আবুল হাসেম প্রমুখ।

 

বিডি-প্রতিদিন/তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর