আগামী বৃহস্পতিবার নটিংহ্যামে ভারত-নিউজিল্যান্ড ম্যাচ হবে তো? এই বৃষ্টির আশঙ্কার খবর শুনিয়েছে ইংল্যান্ডের আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে একটা ইনিংস বৃষ্টির জন্য ভেস্তে যেতে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, বৃহস্পতিবার মধ্যাহ্নভোজের বিরতিতে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে।
ব্রিটেনে গত দু’দিন ধরেই বৃষ্টি হয়ে চলেছে। সোমবার দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেছে। পরিত্যক্ত হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচও। আর চলতি সপ্তাহের প্রায় পুরোটাই নটিংহ্যামে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। যার ফলে নটিংহ্যামে বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে। এ নিয়ে ইতিমধ্যেই প্রশাসনকে সতর্ক করা হয়েছে।
ইতোমধ্যে নটিংহ্যামে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। কিন্তু বৃষ্টির জন্য ভারতের বুধবারের অনুশীলনও পণ্ড হতে পারে। ভারত অবশ্য বৃষ্টির আশঙ্কায় চিন্তিত নয়। টানা দুটো ম্যাচ জিতে ফুরফুরে মেজাজে টিম ইন্ডিয়া। শুধু শিখর ধাওয়ানের তিন সপ্তাহের জন্য ছিটকে যাওয়াটাই ভাবাচ্ছে বিরাট বাহিনীকে। নিউজিল্যান্ড ম্যাচে হয়ত রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে পারেন লোকেশ রাহুল। সেক্ষেত্রে দীনেশ কার্তিক কিংবা বিজয় শঙ্করের মধ্যে একজন আসতে পারেন চার নম্বরে।
বিডি-প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ