১৮ জুন, ২০১৯ ১৫:২০

রাসেলকে অনেকবার আউট করেছি, দেখলে লজ্জা পায় : মুস্তাফিজ

অনলাইন ডেস্ক

রাসেলকে অনেকবার আউট করেছি, দেখলে লজ্জা পায় : মুস্তাফিজ

বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রেকর্ড জয় পেয়েছে বাংলাদেশ। এ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সাকিব আল হাসান এবং কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।

সাকিব দলের হয়ে ম্যাচজয়ী সর্বোচ্চ ১২৪ রানের ইনিংস খেলেন। সেঞ্চরি হাঁকাতে তিনি খেলেছেন ৮৩ বল। ম্যাচে ৯৯ বলে ১২৪ রান করেন। এছাড়াও ৫৪ রান দিয়ে দুই উইকেট তুলে নিয়েছেন সাকিব। 

অন্যদিকে ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে এক ওভারে মূল্যবান ২ উইকেট নেন মুস্তাফিজুর রহমান। ভাঙেন শক্তিশালী হোপ-হেটমায়ার জুটি। তার দুর্দান্ত বোলিংয়ে উইন্ডিজের রানের লাগাম টেনে ধরতে সাহায্য করেছে। 

তাই ম্যাচ শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে এসে আন্দ্রে রাসেলকে আউট প্রসঙ্গে মুস্তাফিজুর জানান, আমি রাসেলকে অনেকবার আউট করেছি। সে আমাকে দেখলে লজ্জা পায়। এবারও এটাই ছিল তাকে আউট করার অস্ত্র।

তিনি বলেন, ম্যাচের ওই সময় তো সবাই ঘাবড়ানো শুরু করেছিল। আমাকে ওই সময় বোলিং দিয়েছে, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি।

ম্যাচের ৪০তম ওভারের তৃতীয় বলে হেটমারায়কে স্লোয়ারের সাহায্যে আউট করেন কাটার মাস্টার। পঞ্চম উইকেটে শাই হোপকে সঙ্গ দিতে আসেন বিস্ফোরক ব্যাটসম্যান আন্দ্রে রাসেল। এ ওভারের শেষ বলে মুশফিকের গ্লাভসবন্দী হয়ে সাজঘরে ফেরান তাকেও। ৪৭তম ওভারে তৃতীয় উইকেট হিসেবে তুলে নেন শাই হোপেরও উইকেট।

মুস্তাফিজুর রহমান ৯ ওভার বল করে ৫৯ রান খরচ করে গুরুত্বপূর্ণ ৩ উইকেট নেন। 

ইংল্যান্ডের টনটনে ৩২২ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে ৪১.৩ ওভারে ৫১ বল হাতে রেখে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা। এ জয়ের ফলে পাঁচ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে টাইগারদের অবস্থান এখন ৫-এ।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর