১৯ জুন, ২০১৯ ১৪:৪৬

ভারতের বিপক্ষে হার, সরফরাজকে কেন ডাকলেন পিসিবি প্রধান?

অনলাইন ডেস্ক

ভারতের বিপক্ষে হার, সরফরাজকে কেন ডাকলেন পিসিবি প্রধান?

ফাইল ছবি

ইংল্যান্ড বিশ্বকাপে কঠিন সময় পার করছে পাকিস্তান। নিজেদের পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই হেরে বসে আছে সরফরাজ আহমেদের দল। পয়েন্ট তালিকায় ১০ দলের মধ্যে তাদের অবস্থান নবম। সময়ের সঙ্গে সঙ্গে তাদের সেমিফাইনালের পথও বন্ধ হয়ে যাচ্ছে। এরই মাঝে পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদকে ডেকে পাঠিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সভাপতি এহসান মানি।

সর্বশেষ ভারতের বিপক্ষে ৮৯ রানের হার পাকিস্তানি ক্রিকেটারদের সমালোচনার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদকে এক কথায় ধুয়ে দেওয়া হচ্ছে। বিশেষ করে তার ফিটনেস নিয়ে উঠেছে বড় প্রশ্ন।

এরই মাঝে পাকিস্তানের এক সংবাদমাধ্যম দ্যনিউজ.কম.পাক জানায়, ভারতের বিপক্ষে ম্যাচে হারার পর পিসিবি সভাপতি ডেকে পাঠিয়েছেন সরফরাজকে। তবে তা শুধুই উৎসাহমূলক কথা বলার জন্য। জানা যায়, মানি পাকিস্তানের অধিনায়ককে আশ্বাস দিয়ে বলেছেন, পুরো জাতি দলের সঙ্গে আছে, পেছনে যা গেছে তা নিয়ে কষ্ট না পেয়ে যেন সামনের ম্যাচগুলোতে মনোনিবেশ করে। দলের সবার প্রতি শান্ত থাকারও পরামর্শ দেন পিসিবি সভাপতি।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর