২০ জুন, ২০১৯ ১৭:০৯

অবশেষে ফিঞ্চকে ফেরালেন সৌম্য

অনলাইন ডেস্ক

অবশেষে ফিঞ্চকে ফেরালেন সৌম্য

অ্যারন ফিঞ্চ

টাইগারদের বিপক্ষে উড়ন্ত সূচনা করা ওয়ার্নার-অ্যারন ফিঞ্চ জুটি ভাঙ্গতে সক্ষম হয়েছেন সৌম্য সরকার। প্রথম ওভারে এসেই ফিঞ্চকে সাঝঘরে ফেরান সৌম্য। অ্যারন ফিঞ্চ আউট হওয়ার আগে ৫৩ রান করেন।

শেষ খবর পওয়া পর্যন্ত অজিদের সংগ্রহ ২১ ওভারে এক উইকেট হারিয়ে ১২৩ রান। ডেভিড ওয়ার্নার ৬৩ ও ১ রান নিয়ে ব্যাট করছেন উসমান খাজা।

সেমিফাইনালের পথ সহজ করতে হলে এই ম্যাচে জয় ছাড়া কিছুই ভাবছে না মাশরাফির দল।

ট্রেন্ট ব্রিজে বাংলাদেশের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। টসে জিতে অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ বাংলাদেশকে আগে ফিল্ডিং করার আমন্ত্রণ জানান।

ম্যাচে বাংলাদেশ দলের একাদশে দুটে পরিবর্তন আনা হয়েছে। অবশেষে বিশ্বকাপের মাঠে নামা হচ্ছে রুবেলের। অলরাউন্ডার সাইফদ্দিনের জায়গায় একাদশে ঢুকেছেন পেসার রুবেল হোসেন। এই ম্যাচ দিয়ে বিশ্বকাপের এবারের আসরে প্রথমবার মাঠে নামবেন রুবেল। অন্যদিকে আরেক অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতের বদলে একাদশে নেয়া হয়েছে সাব্বির রহমানকে।

লেগ স্পিনার অ্যাডাম জাম্পাকে দলে ফিরিয়েছে অস্ট্রেলিয়া। দলে এসেছেন মার্কাস স্টয়নিস ও নাথান কাল্টার নাইল।

বিডি প্রতিদিন/২০ জুন, ২০১৯/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর