ও জেলে ভাই পা দুটো দাও করব কদমবুচি,
তুমি মহান, আমার কেবল টাটকা মাছে রুচি।
মাছ ভাজা খুব ভালোবাসি, কাঁচা হলেও চলে,
আমার খাওয়া নিয়ে লোকে কত কথা বলে!
যে যা বলুক তাতে আমার যায় আসে না কিছু,
কষ্ট করে খাচ্ছি। কেন করব মাথা নিচু!
শুনছ জেলে দাওয়াত খেতে আমার ভালো লাগে,
তোমার বাড়ি দাওয়াত খাবো মনে খায়েশ জাগে।
তুমিও কী বলবে পেটুক, নাহ বল না ছি ছি,
পরের নামে মন্দ কেন বলবে মিছেমিছি।
মাছ খাওয়া কী খারাপ কিছু মাছ খাওয়া তো ভালো,
মাছে ভাতে বাঙালি হয় জ্ঞানের প্রদীপ জ্বালো।
আমি কী ভাই পেটুক শুধু কাজ কি করি কম!
ঘুমাই! তবে কাজের কথাও ভুলি না একদম।
তাদের ধরি। চুরি করে যারা চাল ও গম,
আমি হলাম সেই পালোয়ান ইঁদুর ধরার যম।
আদর পেতে ভালো লাগে ডাকি নরম স্বরে,
যে দেয় ভালোবাসা, আমি যায় থেকে তার ঘরে।
ও জেলে ভাই কেন তোমায় ভালোবাসি জানো,
তুমি ছাড়া মাছ মেলে না এ কথা তো মানো!
ভাতের সঙ্গে মাছ পাবে কেউ জাল না নিলে জেলে!
আছ বলেই এই কপালে মাছের কাঁটা মেলে।
অনেক হলো কাঁটা খাওয়া খাব মাছের মুড়ো,
তোমার বাড়ি যেতেই কেবল মনটা উড়ো উড়ো।
ও জেলেভাই ও জেলেভাই বুঝবে আমার মন,
বলো না ছাই, তোমার বাড়ি কবে নিমন্ত্রণ!
ভাঙল গলা কখন থেকে যায় করে বক বক,
আমার তো ভাই তোমার পোষা বেড়াল হওয়ার শখ।
একটা জেলে এই বেড়ালের ডাকে দিল সাড়া,
বিড়ালটা খুব দারুণ ছিল রূপরঙে মনকাড়া।
সাদা কালোর মিশেল গায়ে কমলা রঙের ঢেউ,
এমন বেড়াল হয় তো আগে কেউ দেখেনি কেউ।
জেলের বাড়ি গিয়ে বেড়াল ভীষণ রকম খুশি,
বাড়ির খুকি এই বেড়ালের নাম রেখেছে পুষি।
গলায় ঘুঙুর নাচলে বাজে টিন টিনা টিন টিন।
জেলের বাড়ি মাছে ভাতে কাটছে ভালোই দিন।
সাধের খাবার, জেলে, খুকি খেলার সাথী পেয়ে,
বেড়াল কাটায় সারাটা দিন নাচ করে গান গেয়ে।
সব মিলিয়ে জেলের বাড়ি বেড়াল আছে বেশ,
ভালো থাকুক সবাই আমার গল্প বলা শেষ।