ভালোর পথে আলোর জীবন
গড়তে যখন চাই
কালোর ছায়া সরে যেয়ে
তারই দেখা পাই।
বাবার পরম ভালোবাসায়
এমন আকাশ মেলে
সারা জীবন সন্তানেরে
দেন এ ছায়া ঢেলে।
আলোকিত ভাবনাগুলো
তাতেই দুয়ার খোলে
বাবার স্নেহের পরশ যেনো
স্বপ্ন গড়ে তোলে।
ভালোর পথে আলোর জীবন
গড়তে যখন চাই
কালোর ছায়া সরে যেয়ে
তারই দেখা পাই।
বাবার পরম ভালোবাসায়
এমন আকাশ মেলে
সারা জীবন সন্তানেরে
দেন এ ছায়া ঢেলে।
আলোকিত ভাবনাগুলো
তাতেই দুয়ার খোলে
বাবার স্নেহের পরশ যেনো
স্বপ্ন গড়ে তোলে।