খুশবু ছড়ায় ফুল বাগিচায়
কঁচি পাতার ফাঁকে,
তার পরশে মনের কোণে
স্বপ্ন হাজার আঁকে।
পুবাল হাওয়ার মুচকি হাসি
দেখতে পারি ঠোঁটে,
জান্নাতি ফুল মায়ের কোলে
পাঁপড়ি হয়ে ফোটে।
খুশবু মেখে গাছের শাখায়
পত্র পাতার ভাঁজে,
উদোম গায়ে পোশাক পরে
নতুন করে সাজে।
বারেক ফিরে চেয়ে দেখে
দিতে থাকে দোল,
ফুলে ফুলে যায় ভরে যায়
শূন্য মায়ের কোল।