বাজছে খুশির জয়ঢাক
খুকি আঁকছে ছবি,
পঁচিশে বৈশাখ এই দিনে
জন্ম নিলেন কবি।
আট বছর বয়স থেকে
শুরু করেন লেখা,
ছন্দ কথায় থাকত যেন
যাদুর পরশ মাখা।
লেখালেখির প্রতি ছিল
গভীর এক টান,
বহু প্রতিভার অধিকারী
ছিলেন গুণবান।
স্মরণ করি বিশ্বকবিকে
গল্প, কবিতা, গানে,
অমর থাকবে যুগে যুগে
মরেও সবার মনে।