১৭ আগস্ট, ২০১৯ ১৩:৪৯

রাজশাহীতে আরও ১৮ ডেঙ্গু রোগী ভর্তি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী :

রাজশাহীতে আরও ১৮ ডেঙ্গু রোগী ভর্তি

ঈদের ছুটিতে রাজশাহীতে ডেঙ্গু রোগী বাড়ার শঙ্কা ছিল। তবে ঈদের আগে ও পরে রাজশাহীতে ডেঙ্গু রোগীর সংখ্যা কমেছে। যদিও রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১৮ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। তবে চিকিৎসকরা বলছেন, মানুষের সচেতনতার কারণেই কমেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ১৮ জন রোগী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। এছাড়া আগের চিকিৎসাধীনদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৫ জন। হাসপাতালটিতে বর্তমানে চিকিৎসাধীন আছে ৫৬ জন রোগী। সবমিলে রামেক হাসপাতালে ৪৩০ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। মোট ৩৬৪ জন রোগী সুস্থ হয়ে ফিরে গেছেন। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় এক রোগী মারা গেছেন। বর্তমানে আইসিউতে এক রোগী চিকিৎসাধীন আছেন।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর