১৭ আগস্ট, ২০১৯ ১৬:৫৯

বরিশাল শেবাচিম হাসপাতালে ডেঙ্গু রোগী কমছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল শেবাচিম হাসপাতালে ডেঙ্গু রোগী কমছে

ব‌রিশা‌লে শেরে-ই বাংলা মেডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে চি‌কিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা আগের চে‌য়ে কিছুটা ক‌মে‌ছে। আজ শনিবার দুপুর পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ২৬০ জন ডেঙ্গু রোগী। সর্বাধিক ডেঙ্গু রোগী ভর্তি ছিলো গত ১৪ আগস্ট ৩৪৬ জন।  চি‌কিৎসাধীন থাকা ২৬০ জ‌নের ম‌ধ্যে পুরুষ ১৪৬ জন, নারী ৫৬ জন এবং ৫৮ জন শিশু। 

এর মধ্যে গত ২৪ ঘন্টায় ভ‌র্তি হ‌য়ে‌ছে ৬১ জন। এর মধ্যে পুরুষ ৩৭ জন, নারী ১৫ জন এবং ৯ জন শিশু। এই সময়ের মধ্যে সুস্থ্য হ‌য়ে বা‌ড়ি ফি‌রে‌ছেন ৫৯ জন। এর মধ্যে পুরুষ ৩৬ জন, নারী ১১ জন এবং ১২ জন শিশু। 

১৬ জুলাই থে‌কে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে শেরে-ই বাংলা মেডিকেলে ভর্তি হয়েছেন ১ হাজার ১৭২ জন। একই সময়ে চিকিৎসায় সুস্থ্য হ‌য়ে বা‌ড়ি ফি‌রে‌ছে ৯০৮জন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ৪জন। এছাড়া গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে এক নারী ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। 

 

বিডি-প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর