বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) এর ফরিদপুর জেলা শাখার প্রতিনিধি সভায় বক্তারা বলেছেন, ‘আগামীতে বিশ্বে জুয়েলারি শিল্পে মডেল হবে বাংলাদেশ। দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের নেতৃত্বে বাজুস যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী সংগঠন হিসেবে পরিচিতি লাভ করেছে। তার গতিশীল নেতৃত্বের কারণে বাজুস এখন সব জেলায় শক্ত অবস্থানে রয়েছে।’
আজ শনিবার সকাল ১১টায় বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) এর ফরিদপুর জেলা শাখার প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। বাজুসকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে সায়েম সোবহান আনভীরের ভূয়সী প্রশংসা করেন প্রতিনিধি সভায় আগত জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত বক্তারা।
ফরিদপুর প্রেসক্লাবের হলরুমে এ সভার উদ্বোধন করেন পৌর মেয়র অমিতাভ বোস। ফরিদপুর জুয়েলার্স এসোসিয়েশনের আহ্বায়ক নন্দ কুমার বড়ালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাজুসের জেলা মনিটরিং’র স্থায়ী কমিটির সভাপতি ও বাজুসের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ডা. দিলীপ কুমার রায়।
প্রতিনিধি সভায় বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর পৌরসভার ২০নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান শামীম, স্বর্ণ ব্যবসায়ী অরুন কুমার দত্ত, বাজুসের ফরিদপুর জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক সুনিল চন্দ্র কর্মকার, স্বর্ণ ব্যবসায়ী বাসুদেব কর্মকার, বাজুসের ফরিদপুর জেলা শাখার সাবেক আহবায়ক অমল চন্দ্র কর্মকার।
বাংলাদেশ জুয়েলারি এসোসিয়েশনের ফরিদপুর জেলা শাখার আয়োজনে এ প্রতিনিধি সভায় বাজুস’র জেলা আহবায়ক কমিটির সদস্য ছাড়াও জেলা ও উপজেলা বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ফারজানা