স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি আমদানিসহ ৮টি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। এতে মোট ব্যয় হবে ২ হাজার ৪৭২ কোটি ৬৪ লাখ টাকা।
বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত ক্রয় কমিটির সভায় সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। দেশের বাইরে থাকার কারণে তিনি বৈঠকে ভার্চুয়ালি অংশ নিয়ে সভাপতিত্ব করেন।
বৈঠক শেষে জানা যায়, উল্লেখিত ৮ প্রস্তাবের বাইরে বৈঠকে জাইকা’র অর্থায়নে বাস্তবায়নাধীন একটি পূর্তকাজের ব্যয় বৃদ্ধির চুক্তি সংশোধিত প্রস্তাব এবং গত ২০২২ সালের বন্যায় সুনামগঞ্জ ও হবিগঞ্জে ক্ষতিগ্রস্ত সড়ক-সেতু-কালভার্টের পুনর্বাসন ও পুনঃনির্মাণ সংক্রান্ত একটি প্রকল্পের দরপত্র পুনর্মূল্যায়নের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। জাইকা’র প্রকল্পটিতে চুক্তিমূল্য ৫৪ কোটি ৭৯ লাখ টাকা বাড়ানো হয়েছে।
অনুমোদিত ক্রয় প্রস্তাবগুলোর মধ্যে আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে দুই কার্গো (চলতি বছরের ২৫ ও ২৭তম) এলএনজি আমদানির দুটি পৃথক প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। দুটো কার্গোই সরবরাহ করবে সিঙ্গপুরভিত্তিক প্রতিষ্ঠান ‘মেসার্স ভিটল এশিয়া পিটিই লিমিটেড’। এতে ব্যয় হবে ২৫তম কার্গোর জন্য ৫৪৯ কোটি ৯ লাখ টাকা এবং ২৭তম কার্গোর জন্য ৫৫৫ কোটি ৩২ লাখ টাকা।
বৈঠকে বাংলাদেশ রাষ্ট্রীয় চুক্তির আওতায় তিউনিশিয়ার ‘গ্রুপ কিমিক তিউনিশিয়ান’ (জিসিটি) থেকে প্রথম লটে ২৫ হাজার মেট্রিক টন টিএসপি সার আমদানির একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এ সার আমদানি করবে। প্রতি মেট্রিক টন ৫১৩.৭৫ ডলার দরে বাংলাদেশি মুদ্রায় এতে ব্যয় হবে ১৫৬ কোটি ৬৯ লাখ টাকা।
বৈঠকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন চট্টগ্রাম জোনের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়ন (২য় পর্যায়) প্রকল্পের আওতায় টার্নকি ভিত্তিতে জিডি-১ প্যাকেজের দুটি পৃথক লটের (লট-১ ও ৩) কাজ সম্পাদনে দুটি পৃথক প্রস্তাবে ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে লট-১ এর কাজটি পেয়েছে যৌথভাবে এসপিটিডিই ও রিভেরি। এতে ব্যয় হবে ৪৯৮ কোটি ৪৩ লাখ টাকা।
আর লট-৩ এর কাজটি পেয়েছে যৌথভাবে রিভেরি, নরিনকো ইন্টারন্যাশনাল ও ডিকে। এতে ব্যয় হবে ৪৮৬ কোটি ৩৬ লাখ টাকা।
এছাড়া বৈঠকে আইডিএ’র ঋণ ও অনুদানে স্বাস্থ্য সেবা বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন ‘ইনক্লুসিভ সার্ভিসেস অ্যান্ড অপরচুনিটিস ফর হোস্ট অ্যান্ড এফডিএমএন কম্যুনিটিস’ প্রকল্পের ‘কনসালটেন্সি ফর হেলথ সার্ভিস ডেলিভারি সাপোর্ট ফর হোস্ট’ শীর্ষক পরামর্শক সেবার আওতায় তিনটি প্যাকেজ (প্যকেজ নং এসডি-৯ , ১০ ও ১৩) কাজ সম্পাদনে তিনটি পৃথক প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে প্যাকেজ ৯ ও ১৩ এর কাজটি সম্পাদন করবে ইউনিসেফ। এতে ব্যয় হবে যথাক্রমে ৬৬ কোটি ১১ লাখ টাকা এবং ১২৫ কোটি ৫২ লাখ টাকা।
অন্যদিকে প্যাকেজ ১০ এর কাজটি সম্পাদন করবে ‘ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন’ (আইওএম)। এতে ব্যয় হবে ৩৫ কোটি ১০ লাখ টাকা।
বিডি প্রতিদিন/আরাফাত