সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

তালাক, দেনমোহর প্রাপ্তি ও আমাদের আইন

অ্যাডভোকেট সিরাজ প্রামাণিক

কুষ্টিয়া সরকারি কলেজে পড়ুয়া ছাত্রী নুরুন্নাহার চুমকি (ছদ্মনাম)। বিবাহ বন্ধনে আবদ্ধ হন ঢাকার বনানীতে বসবাসরত শরীফ উল্লাহর সঙ্গে। ২০১২ সালের ২৯ অক্টোবর বিবাহ সম্পন্ন হওয়ার পর ২০১৪ সালের আগস্ট মাসে স্বামী কর্তৃক তালাকপ্রাপ্ত হন। তাদের বিয়েতে দেনমোহরের পরিমাণ ছিল ২ লাখ ৫০ হাজার ১ টাকা। তালাকের সময় দেনমোহরের উল্লিখিত টাকা দেওয়ার কথা থাকলেও সীমাবদ্ধতার অজুহাতে ৩০ দিন সময় চেয়ে নেয়। পরবর্তী সময়ে বিভিন্ন রকম টালবাহানা শুরু করে। তালাকপ্রাপ্তা চুমকি লোকলজ্জার ভয়ে আদালতের বারান্দায় যেতে চায় না। ব্যক্তিগত কথাগুলো যাতে মানুষের মুখে মুখে রটে না যায়, এমন ভয়ে নিজের অধিকারও চাইতে পারেননি। তাই সমস্যার বিকল্প পদ্ধতিতে সমাধানের জন্য রাজি হয়েছিলেন। কিন্তু তাতে সে প্রাপ্য অধিকারটুকু অর্জন করতেও বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হন। মোজাহেদুল ইসলাম বনাম রওশন আরা (২২ ডি.এল.আর, পৃষ্ঠা-৬৭৭) মামলায় বলা হয়েছে, দেনমোহর কখনই মাফ হয় না। স্বামী যদি মারাও যায় তবে সে স্বামীর সম্পদ থেকে দেনমোহর আদায় করা যায়। কেননা ইসলামী আইনে দেনমোহরকে দেনা বলে বিবেচনা করা হয়। দেনমোহরের পরিমাণ যত বেশি হোক না কেন, পক্ষগুলোর মধ্যে স্বীকৃত হলে স্বামী তা সম্পূর্ণরূপে স্ত্রীকে পরিশোধ করতে বাধ্য থাকবে। দেনমোহর স্বামীর ঋণ, যা স্ত্রী চাহিবা মাত্র পরিশোধ করতে হয়। মাহমুদা খাতুন বনাম আবু সাইদ (২১ ডি.এল.আর) মামলায় মহামান্য বিচারপতি যেমনটা বলেছেন ‘সহবাসের আগে এবং পরে স্ত্রী স্বামীর কাছে তলবি মোহরানার দাবি করতে পারে এবং স্বামী তলবি দেনমোহর পরিশোধ না করলে স্ত্রী তার অধিকারে যেতে অস্বীকার করতে পারেন।’ দেনমোহরের সংজ্ঞা দিতে ডি এফ মোল্লা বলেন, মোহর বা মোহরানা হলো কিছু টাকা বা অন্য কিছু সম্পত্তি যা বিবাহের প্রতিদান স্বরূপ স্ত্রী স্বামীর কাছ থেকে পাওয়ার অধিকারী। মোহরানা স্ত্রীর সম্মানের প্রতীক। দেনমোহর কত হবে তা নির্ণয়কালে স্ত্রীর পিতার পরিবারের অন্য মহিলা সদস্যদের ক্ষেত্রে যেমন স্ত্রীর বোন, খালা, ফুফুদের ক্ষেত্রে দেনমোহরের পরিমাণ কত ছিল তা বিবেচনা করা হয়। তা ছাড়া স্ত্রীর পিতার আর্থ-সামাজিক অবস্থান, ব্যক্তিগত যোগ্যতা, বংশ মর্যাদা, পারিবারিক অবস্থা ইত্যাদির ভিত্তিতে দেনমোহরের পরিমাণ নির্ধারণ করা হয়। অপর দিকে বরের আর্থিক ক্ষমতার দিকটাও বিবেচনায় রাখা হয়। এসব দিক বিচার বিবেচনা করেই মূলত দেনমোহর নির্ধারণ করা হয়। উল্লেখ্য, দেনমোহর একবার নির্ধারণ করার পর এর পরিমাণ কমানো যায় না, তবে স্বামী ইচ্ছা করলে তা বাড়াতে পারেন। লেখক : আইনজীবী।

সর্বশেষ খবর