দেশের জনসংখ্যা ২০২৩-এর শুমারি অনুযায়ী ১৭ কোটি ১০ লাখ। বৃদ্ধির হার ছিল ১ দশমিক ৩৩ শতাংশ। এখন সবার মুখে উচ্চারিত হচ্ছে ১৮ কোটি জনসংখ্যার দেশ। ২০২২-এর ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ-এ বিশ্বের শীর্ষ দশ জনবহুল দেশের তালিকায় বাংলাদেশ ছিল অষ্টম। এ দেশে সাক্ষরতার হার প্রায় ৭৮ ভাগ। স্বভাবতই স্বাক্ষর আর শিক্ষিতের মধ্যে ব্যবধান রয়েছে। প্রতি বছর ঝরে পড়া শিক্ষার্থীর হার উদ্বেগজনক। প্রাথমিকে প্রায় ১৫ ভাগ। ২০২৪-এ শুধু প্রাথমিকে শিক্ষার্থী কমেছে ৮ লাখের বেশি। ঝরে পড়া মাধ্যমিক শিক্ষার সব পর্যায়ই রয়েছে। এ প্রবণতা কমাতে হবে। ঝরে পড়া ঠেকানোই শুধু নয়, তাদের শিক্ষায় ফেরাতে হবে। তারই প্রচেষ্টা লক্ষ্য করা গেল সদ্য ঘোষিত আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে। ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেটে শিক্ষা ও প্রযুক্তি খাতে বরাদ্দ ১৪ শতাংশ। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে বরাদ্দ দেওয়া হয়েছে সাড়ে ২৫ হাজার কোটি টাকা। গণশিক্ষা মন্ত্রণালয়ে বাজেট বেড়েছে ২৮০ কোটি টাকা। প্রশংসনীয় পদক্ষেপ হচ্ছে, আসন্ন নতুন অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের চালু করা হচ্ছে স্কুল ফিডিং কর্মসূচি। এ কর্মসূচিতে বরাদ্দ দেওয়া হয়েছে ২ হাজার ১৬৪ কোটি টাকা। এর আওতায় শিশুদের জন্য পুষ্টিকর খাদ্য সরবরাহ নিশ্চিত করা হবে। যা স্কুলে ভর্তির হার বাড়াবে এবং ঝরে পড়া কমাবে বলে আশা করা যায়। বর্তমানে প্রাথমিক স্তরে সব শিক্ষার্থীকে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার মাধ্যমে উপবৃত্তি দেওয়া হচ্ছে, যা তাদের নিয়মিত উপস্থিতি ও শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণে সহায়ক ভূমিকা রাখছে। খাদ্য কর্মসূচি আরও সুফল বয়ে আনবে। তবে এ ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন এবং সার্বক্ষণিক তদারকি জারি রাখতে হবে, যেন কোমলমতি শিশুদের প্রকৃতই স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর খাদ্য, পরিচ্ছন্ন প্রক্রিয়ায় পরিবেশন করা হয়। এখনই এ জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে হবে। প্রধানত নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের শিশুরা স্কুল ফিডিং কর্মসূচির ষোলো আনা সুফল পেয়ে শিক্ষা-স্বাস্থ্যে ঋজু হয়ে গড়ে উঠুক। পর্যায়ক্রমে তারা পেরোতে থাক শিক্ষার উচ্চতর ধাপগুলো। আগামী প্রজন্মে, ওদের দ্বারাই আরও উজ্জ্বল আলোয় ভাসুক নতুন বাংলাদেশের সমাজ, রাষ্ট্র, রাজনীতি এবং অভীষ্ট প্রকৃত গণতন্ত্র।
শিরোনাম
- একাত্তরে শ্রেণিমুক্তির মীমাংসা ঘটেনি
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২ আগস্ট)
- ২৪-এর গণঅভ্যুত্থানে সর্বস্তরের ছাত্র-জনতা অংশগ্রহণ করেছিল : নবীউল্লাহ নবী
- আপনারা রিকশা থেকে বিএমডব্লিউতে চড়লেন কীভাবে : হাবিব উন নবী
- রাজধানীতে মুখোশ পরে এসে প্রকাশ্যে মাথায় গুলি
- পিআর পদ্ধতির পেছনে অন্য উদ্দেশ্য আছে : মির্জা আব্বাস
- খুলনায় যুবককে কুপিয়ে হত্যা
- সাইমের অলরাউন্ড পারফরম্যান্সে সিরিজে এগিয়ে পাকিস্তান
- সমর্থকদের অসদাচরণের জন্য শাস্তি পেল পিএসজি
- মালয়েশিয়া যেতে আগ্রহীদের সতর্ক করলো হাইকমিশন
- ৫ আগস্টের মধ্যে শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে: জোনায়েদ সাকি
- সিলেটে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
- সন্তান ভিডিও আপলোড করলে জানতে পারবে মা-বাবা
- এআই প্রযুক্তির মাধ্যমে বয়স শনাক্ত করবে ইউটিউব
- ছাগল খেয়ে ফেলায় অজগরকে পিটিয়ে মারল গ্রামবাসী
- বর্ষায় সুস্থ থাকতে খেতে হবে যেসব প্রোটিনসমৃদ্ধ খাবার
- মুখের দুর্গন্ধ এড়াতে যা করবেন
- ডেঙ্গু-চিকুনগুনিয়া কি একসঙ্গে হতে পারে
- 'মুক্তি তখনই চূড়ান্ত হবে যখন আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করতে পারব'
- ডায়াবেটিস রোগীর কাঁধে ব্যথা