সামাজিক ও রাজনৈতিক সহিংসতা আতঙ্কজনক হারে বেড়েছে। জনসাধারণের অসহিষ্ণু মানসিকতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে এ ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে। শুধু গত জুলাই মাসে দেশে রাজনৈতিক সহিংসতায় ৯ জন এবং গণপিটুনিতে নিহত হয়েছে ১৬ জন। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের তথ্যে এ মর্মান্তিক চিত্র উঠে এসেছে। মাথা চাড়া দিয়ে উঠছে উগ্রবাদ। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশে যাতে আর কোনোভাবেই ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা, মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। বৃহস্পতিবার জাতীয়তাবাদী মহিলা দলের এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান। বলেন, নারী-পুরুষ-শিশু, ধর্ম-বর্ণনির্বিশেষে সবার জন্য ইনসাফভিত্তিক, গণতান্ত্রিক, নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে গোটা জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার চলমান অভিযাত্রায় সবার সমর্থন এবং সক্রিয় অংশগ্রহণও আশা করেন তিনি। ধন্যবাদ জনাব। দেশের বর্তমান সামাজিক, রাজনৈতিক পরিপ্রেক্ষিতে বৃহৎ রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃত্বের এমন উপলব্ধি ও আহ্বান সর্বসাধারণের মনে আশা জাগায়। গত দেড় দশকের স্বৈরাচারী শাসনে সব বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মীসহ সাধারণ মানুষ নানাভাবে দমন-পীড়ন, অত্যাচার-নির্যাতনের শিকার হয়েছে। গুম-খুনে স্বজন হারিয়েছে অসংখ্য পরিবার। জুলাই বিপ্লবেই অন্তত দেড় হাজার প্রাণ ঝরেছে। বাবা-মা তাদের আদরের সন্তান, বোন প্রিয় ভাই, স্ত্রী তার স্বামীকে হারিয়েছেন। শহীদের কাতারে নারী-শিশুদের সংখ্যাও অনেক। আহত-পঙ্গু হয়ে অসহায় জীবনের ভার বয়ে বেড়াচ্ছে হাজার হাজার মানুষ। এদের পাশে কার্যকরভাবে দাঁড়াতে হবে জাতিকে। শহীদ পরিবার যেন যথাযথ মর্যাদায় স্থায়ী সহায়তা পায়- তার বন্দোবস্ত করতে হবে। এসব কিছুর চূড়ান্ত বাস্তবায়নে প্রয়োজন অবাধ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গঠিত গণতান্ত্রিক সরকারের হাতে রাষ্ট্রভার বুঝিয়ে দেওয়া। তবে তার আগেই কঠোর হাতে দমন করতে হবে সব সন্ত্রাসী কার্যক্রম, মব সন্ত্রাস, সামাজিক ও রাজনৈতিক খুনাখুনি। অন্তর্বর্তী সরকারকে এ বিষয়ে শক্ত পদক্ষেপ নিতে হবে। পেশাদারি দৃঢ়তায় ফিরতে হবে আইনশৃঙ্খলা রক্ষাকারী সব বাহিনীকে। তাদের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দিতে হবে যে নতুন বাংলাদেশে উগ্রবাদের জায়গা হবে না।
শিরোনাম
- চাঁদপুরে জব্দকৃত ৬০ কেজি গাঁজা ধ্বংস
- নারী শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিতে শাবিপ্রবিতে স্মারকলিপি
- শ্রীমঙ্গলে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- নতুন নেতৃত্বে গোবিপ্রবি সাহিত্য সংসদ
- যুদ্ধ বন্ধে ট্রাম্পের ‘স্পষ্ট অবস্থান’ জানতে চান জেলেনস্কি
- কারাগারগুলোতে চলছে মাসব্যাপী মাদকবিরোধী অভিযান-ডোপ টেস্ট
- চাঁদপুর মেডিকেল কলেজে বিজ্ঞান মেলা শুরু
- সিলেটে অবৈধ সিএনজি অটোরিকশা সরাতে আল্টিমেটাম
- ভালুকায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
- বোয়ালমারীতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
- পাঁচ ব্যাংক একীভূত হওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত, বসছে প্রশাসক
- বিশ্বব্যাপী জলবায়ু কর্ম সপ্তাহে কলাপাড়ায় মানববন্ধন
- গাজায় গণহত্যা চলছে, দায়ী ইসরায়েল: জাতিসংঘ তদন্ত কমিশন
- সিদ্ধিরগঞ্জে আহতদের পুনর্বাসন, জুলাই যোদ্ধাকে দোকান উপহার
- ক্যান্সারে আক্রান্ত স্বাস্থ্য উপদেষ্টার বিদেশে চিকিৎসার বিষয়টি মানবিকভাবে দেখা উচিত
- নীলফামারীতে ৮৪৭টি মণ্ডপে হবে শারদীয় দুর্গাপূজা
- সিলেটে নদ-নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার আশঙ্কা
- চট্টগ্রামে মানবতার সেতুবন্ধনে হবে ‘এসএমসিএইচ সামিট’
- মিরসরাইয়ে শিক্ষার্থী হত্যার ঘটনায় গ্রেফতার বাবাসহ সৎমা
- পানছড়িতে ভূতুরে বিদ্যুৎ বিল নিয়ে উত্তেজনা