সামাজিক ও রাজনৈতিক সহিংসতা আতঙ্কজনক হারে বেড়েছে। জনসাধারণের অসহিষ্ণু মানসিকতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে এ ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে। শুধু গত জুলাই মাসে দেশে রাজনৈতিক সহিংসতায় ৯ জন এবং গণপিটুনিতে নিহত হয়েছে ১৬ জন। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের তথ্যে এ মর্মান্তিক চিত্র উঠে এসেছে। মাথা চাড়া দিয়ে উঠছে উগ্রবাদ। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশে যাতে আর কোনোভাবেই ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা, মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। বৃহস্পতিবার জাতীয়তাবাদী মহিলা দলের এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান। বলেন, নারী-পুরুষ-শিশু, ধর্ম-বর্ণনির্বিশেষে সবার জন্য ইনসাফভিত্তিক, গণতান্ত্রিক, নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে গোটা জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার চলমান অভিযাত্রায় সবার সমর্থন এবং সক্রিয় অংশগ্রহণও আশা করেন তিনি। ধন্যবাদ জনাব। দেশের বর্তমান সামাজিক, রাজনৈতিক পরিপ্রেক্ষিতে বৃহৎ রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃত্বের এমন উপলব্ধি ও আহ্বান সর্বসাধারণের মনে আশা জাগায়। গত দেড় দশকের স্বৈরাচারী শাসনে সব বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মীসহ সাধারণ মানুষ নানাভাবে দমন-পীড়ন, অত্যাচার-নির্যাতনের শিকার হয়েছে। গুম-খুনে স্বজন হারিয়েছে অসংখ্য পরিবার। জুলাই বিপ্লবেই অন্তত দেড় হাজার প্রাণ ঝরেছে। বাবা-মা তাদের আদরের সন্তান, বোন প্রিয় ভাই, স্ত্রী তার স্বামীকে হারিয়েছেন। শহীদের কাতারে নারী-শিশুদের সংখ্যাও অনেক। আহত-পঙ্গু হয়ে অসহায় জীবনের ভার বয়ে বেড়াচ্ছে হাজার হাজার মানুষ। এদের পাশে কার্যকরভাবে দাঁড়াতে হবে জাতিকে। শহীদ পরিবার যেন যথাযথ মর্যাদায় স্থায়ী সহায়তা পায়- তার বন্দোবস্ত করতে হবে। এসব কিছুর চূড়ান্ত বাস্তবায়নে প্রয়োজন অবাধ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গঠিত গণতান্ত্রিক সরকারের হাতে রাষ্ট্রভার বুঝিয়ে দেওয়া। তবে তার আগেই কঠোর হাতে দমন করতে হবে সব সন্ত্রাসী কার্যক্রম, মব সন্ত্রাস, সামাজিক ও রাজনৈতিক খুনাখুনি। অন্তর্বর্তী সরকারকে এ বিষয়ে শক্ত পদক্ষেপ নিতে হবে। পেশাদারি দৃঢ়তায় ফিরতে হবে আইনশৃঙ্খলা রক্ষাকারী সব বাহিনীকে। তাদের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দিতে হবে যে নতুন বাংলাদেশে উগ্রবাদের জায়গা হবে না।
শিরোনাম
- কিয়েভে আবারও ভয়াবহ হামলা রাশিয়ার, নিহত ৩১
- ৫ আগস্টের আগেও জুলাই ঘোষণাপত্র হতে পারে : মাহফুজ আলম
- গাজায় গণহত্যার নিন্দা জানালেন ইসরায়েলি লেখক গ্রসম্যান
- যে কারণে ইসরায়েলি কূটনীতিকদের আরব আমিরাত ছাড়ার নির্দেশ
- রাশিয়ার কাছে পারমাণবিক সাবমেরিন মোতায়েন করে যে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
- গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
- গাজায় ইসরায়েলের হামলায় মার্কিন নাগরিক নিহত
- শুল্ক হ্রাসে আত্মতুষ্টি নয়, বাণিজ্য কৌশল বদল জরুরি
- একাত্তরে শ্রেণিমুক্তির মীমাংসা ঘটেনি
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২ আগস্ট)
- ২৪-এর গণঅভ্যুত্থানে সর্বস্তরের ছাত্র-জনতা অংশগ্রহণ করেছিল : নবীউল্লাহ নবী
- আপনারা রিকশা থেকে বিএমডব্লিউতে চড়লেন কীভাবে : হাবিব উন নবী
- রাজধানীতে মুখোশ পরে এসে প্রকাশ্যে মাথায় গুলি
- পিআর পদ্ধতির পেছনে অন্য উদ্দেশ্য আছে : মির্জা আব্বাস
- খুলনায় যুবককে কুপিয়ে হত্যা
- সাইমের অলরাউন্ড পারফরম্যান্সে সিরিজে এগিয়ে পাকিস্তান
- সমর্থকদের অসদাচরণের জন্য শাস্তি পেল পিএসজি
- মালয়েশিয়া যেতে আগ্রহীদের সতর্ক করলো হাইকমিশন
- ৫ আগস্টের মধ্যে শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে: জোনায়েদ সাকি
- সিলেটে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত