বগুড়া সদর উপজেলা যুবদলের আহ্বায়ক অতুল চন্দ্র দাসের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়েছে। গতকাল বিকালে শহরের সামগ্রাম স্ট্যান্ডে এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন করা হয়। সাবগ্রাম ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বায়েজিদ মণ্ডলের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম তৌহিদ। ইউনিয়ন যুবদল নেতা জিয়াউর রহমান জিয়ার সঞ্চালনায় আরও বক্তব্য দেন- সাবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ উদ্দীন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাজু, সাংগঠনিক সম্পাদক হায়দার আলী, জেলা যুবদলের প্রচার সম্পাদক এস এম রিপন। জেলা ছাত্রদলের সহসভাপতি আরিফুল ইসলামসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও শ্রমিক দলের নেতারা।
বক্তারা বলেন, অতুল চন্দ্র দাসের ওপর পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে। বিনা কারণে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা তাকে কুপিয়ে জখম করেছে। তার ওপর এমন হামলা এলাকাবাসী কিছুতেই মেনে নেবে না। অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
প্রসঙ্গত, বুধবার রাত সাড়ে ১১টার দিকে সদরের সাবগ্রাম হাটে অতুল চন্দ্রের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এ সময় তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে দুর্বৃত্তরা আঘাত করে। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেলে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়।