ঈদুল আজহা মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। পশু কোরবানি এ ঈদের অন্যতম অনুষঙ্গ। এ প্রথার সঙ্গে বিশ্বাসীদের আদিপিতা হজরত ইবরাহিম (আ.) ও তাঁর পুত্র ইসমাইল (আ.)-এর পবিত্র স্মৃতি জড়িত। একইভাবে এই দুই প্রিয় নবীর স্মৃতির সঙ্গে জড়িত পবিত্র হজ। পবিত্র মক্কায় এ বছর হজ পালন করছেন ২০ লাখেরও বেশি হাজি। আল্লাহর এই মেহমানদের প্রতি আমাদের শুভকামনা। ঈদুল আজহা এমন এক উৎসব ও ইবাদত যা সংঘাতময় বিশ্বে মানব জাতিকে শান্তির পথ দেখাতে পারে। আনুমানিক হিসাবে প্রায় সাড়ে ৪ হাজার বছর আগে সর্বশক্তিমান আল্লাহ নবী হজরত ইবরাহিম (আ.)-কে তাঁর প্রিয় বস্তু কোরবানির নির্দেশ দেন। আল্লাহর প্রতি সংশয়াতীত আনুগত্যে ইবরাহিম (আ.) প্রিয় পুত্র ইসমাইল (আ.)-কে কোরবানি দেওয়ার সিদ্ধান্ত নেন। আল্লাহর হুকুম তামিলে অপত্যস্নেহ যাতে বাধা হয়ে না দাঁড়ায় তা নিশ্চিত করতে নিজের চোখ বেঁধে নেন তিনি। প্রিয় পুত্রকে কোরবানির সময় আল্লাহর ইচ্ছায় ইসমাইল (আ.)-এর বদলে একটি মেষ বা দুম্বা কোরবানি হয়। ফেরেশতা হজরত ইবরাহিম (আ.)-কে জানান, আল্লাহ তাঁর আনুগত্যে সন্তুষ্ট হয়েছেন। স্রষ্টার প্রতি আনুগত্যের এ মহিমান্বিত ঘটনার অনুসরণে মহানবী (সা.)-এর অনুসারীরা ১ হাজার ৪০০ বছর ধরে পালন করছেন কোরবানির প্রথা। নিছক পশু জবাই নয়; মানুষের মধ্যে লুকিয়ে থাকে যে পশুত্ব ও অহংবোধ তা বিসর্জন দিয়ে সর্বশক্তিমান আল্লাহর প্রতি নিবেদিতপ্রাণ হওয়াই কোরবানির শিক্ষা। এ বিষয়ে আল্লাহর ঘোষণা, পশুর রক্ত বা মাংস নয়, তাঁর কাছে পৌঁছে বান্দার তাকওয়া। মহান আল্লাহর নির্দেশানুযায়ী জীবন গড়ার মধ্যেই রয়েছে কোরবানির মাহাত্ম্য। যে কারণে কোরবানির নামে অহংবোধ যাতে মাথা চাড়া দিয়ে না ওঠে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। সারা দেশে এখন চলছে ঈদুল আজহার প্রস্তুতি। কোরবানিতে পরিবেশ যাতে দূষিত না হয় সে বিষয়ে সচেতন থাকা আমাদের কর্তব্য বলে বিবেচিত হওয়া উচিত। পরিষ্কার-পরিচ্ছন্নতা ইমানের অনুষঙ্গ। কোরবানির জন্য পরিবেশ যাতে নোংরা না হয় সচেতন থাকতে হবে। মুসলমানের পাশাপাশি খ্রিস্টান ও ইহুদিদের কাছেও হজরত ইবরাহিম (আ.) পরম শ্রদ্ধার পাত্র। হানাহানিমুক্ত বিশ্ব গড়তে মিল্লাতে ইবরাহিম (আ.)-এর মধ্যে শান্তি ও সমঝোতার পরিবেশ গড়ে উঠলে তা হবে মানব জাতির জন্য এক বড় অর্জন। সবাইকে ঈদ মুবারক।
শিরোনাম
- শুল্ক কার্যকরের তারিখ পেছালেন ট্রাম্প
- ‘ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি’ নিয়ে ইউরোপীয় দেশগুলোর উদ্যোগের প্রশংসায় এরদোয়ান
- তাস খেলতে গিয়ে মন্ত্রিত্ব হারালেন ভারতের মহারাষ্ট্রের কৃষিমন্ত্রী
- রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন
- পরকীয়ার সন্দেহে প্রভাষক স্ত্রীকে গলা কেটে হত্যা করলেন স্বামী
- কারমাইকেল কলেজে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
- আমরা বৈশ্বিক প্রতিযোগিতায় অবস্থান ধরে রাখতে পেরেছি : খলিলুর রহমান
- ৫০ লাখ টাকা চাঁদাবাজি : পলাতক ছাত্রনেতা জানে আলম অপু গ্রেফতার
- নিউইয়র্ক পুলিশে মরণোত্তর পদোন্নতি পেলেন গুলিতে নিহত বাংলাদেশি দিদারুল
- বেড়েছে সবজি-মুরগির দাম
- গুলিও ঠেকাতে পারে এমন কাঠ উদ্ভাবন
- যে ব্যর্থতার অভিযোগে কানাডার ওপর কঠোর ট্রাম্প
- শিক্ষার্থীদের মধ্যে বিতরণ হবে দেড় লক্ষাধিক বিনালেবু-১ চারা
- গলায় ফাঁস, মুখ বাঁধা—সিংড়ায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
- নৌকাডুবিতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
- হিথ্রো বিমানবন্দর সম্প্রসারণে ৪৯ বিলিয়ন পাউন্ড বিনিয়োগ পরিকল্পনা
- এটি বাংলাদেশের গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয় : প্রধান উপদেষ্টা
- রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা নেই, প্রতিযোগিতামূলক অবস্থায় থাকব : বাণিজ্য উপদেষ্টা
- ফিলিস্তিনি ক্ষুধার্ত শিশুর প্রতি ইসরায়েলি নির্মমতা নিয়ে মুখ খুললেন মার্কিন সেনা কর্মকর্তা
- ইরানের আবাবিল ড্রোন : মার্কিন নিষেধাজ্ঞার কবলে ৫ প্রতিষ্ঠান
পবিত্র ঈদুল আজহা
মনের পশুত্ব ও অহংবোধ দূর হোক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর