কথা দিয়ে কথা রাখলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছাত্রলীগের বিপথগামীদের পর যুবলীগের বিপথগামীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছেন তিনি। বুধবার সন্ধ্যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে গ্রেফতার করেছে যুবলীগের খালেদ মাহমুদ ভূইয়া নামে এক প্রতাপশালী নেতাকে। এর আগে এই যুবলীগ নেতার পরিচালনাধীন একটি অবৈধ ক্যাসিনোসহ বেশ কয়েকটি ক্যাসিনোয় অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। কয়েকজন তরুণীসহ আটক করা হয় ১৪২ জনকে। র্যাবের পক্ষ থেকে বলা হয়, নানা অভিযোগের ভিত্তিতে খালেদের বাসায় অভিযান চালানো হয়। এ সময় ওই বাসা থেকে একটি অবৈধ অস্ত্র, দুটি মেয়াদোত্তীর্ণ অস্ত্র, নগদ ১০ লাখ ৩৪ হাজার টাকা, ৫ লাখ টাকার সমপরিমাণ ডলার ও ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া খালেদের মালিকানাধীন ফকিরাপুল ইয়াংমেন্স ক্লাবে অভিযান চালান র্যাব সদস্যরা। পরে শাহজাহানপুর, বনানী ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি মোল্লা মোহাম্মদ কাওসারের মালিকানাধীন ওয়ান্ডারার্স ক্লাবের ক্যাসিনোতেও অভিযান চালানো হয়। অভিযোগ রয়েছে, যুবলীগের কয়েকজন শীর্ষ নেতার তত্ত্বাবধানে বিভিন্ন ক্লাবে ক্যাসিনো বসিয়ে পরিচালিত হতো জুয়ার আসর। এ বিষয়ে গণমাধ্যমে কয়েক দফা প্রতিবেদন প্রকাশিত হলে টনক নড়ে আইন প্রয়োগকারী সংস্থার। মতিঝিল থানার পাশে অবস্থিত ফকিরাপুল ইয়াংমেন্স ক্লাবটি ফুটবলসহ বিভিন্ন খেলার জন্য ক্রীড়ামোদীদের কাছে পরিচিত হলেও সেখানে ক্যাসিনোর আদলে জুয়ার আসর চলছিল দীর্ঘদিন ধরে। আওয়ামী লীগ ২০০৯ সালে ক্ষমতায় আসার পর এই ক্লাবের কমিটিতে যুবলীগের কয়েকজন শীর্ষস্থানীয় নেতা অন্তর্ভুক্ত হন। বাংলাদেশে মদ ও জুয়া নিষিদ্ধ করে বঙ্গবন্ধু সরকার। ১৯৭৫ সালের পর প্রকাশ্যে না হলেও মদ ও জুয়ার পুনরুত্থান শুরু হয়। রাজধানীর বিভিন্ন ক্লাবে যে জুয়ার আসর বসে তা একটি ওপেন সিক্রেট। যখন যে সরকার ক্ষমতায় থাকে সে দলের যুব সংগঠনের বিপথগামী সদস্যদের নেতৃত্বে পরিচালিত হয় অবৈধ ক্যাসিনো। ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কিছু বিপথগামী দুর্বিনীত নেতার কারণে সরকার ও ক্ষমতাসীন দলের সব অর্জন যখন নিষ্প্রভ হয়ে পড়ছে, তখন প্রধানমন্ত্রীর কড়া পদক্ষেপ জনমনে স্বস্তি ফিরিয়ে আনবেÑ আমরা এমনটিই আশা করতে চাই। আমাদের বিশ্বাস, দুর্বিনীতদের বিরুদ্ধে অভিযান দু-একটি ঘটনাতেই সীমাবদ্ধ থাকবে না। দুষ্কর্মের গডফাদারদেরও ধরা হবে।
শিরোনাম
- ছেলের পরকীয়া ঠেকাতে মা ফোন করে বলেন বিমানে বোমা আছে: র্যাব
- নদীর এই বাঁধ দিয়ে বন্যা ঠেকানো সম্ভব নয় : দুর্যোগ উপদেষ্টা
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা অব্যাহত থাকবে
- সিরিয়ার বিস্তীর্ণ কৃষিজমিতে আগুন ধরিয়ে দিল ইসরায়েলি বাহিনী
- মার্কিন নাগরিককে পিটিয়ে হত্যা ইসরায়েলি বসতি স্থাপনকারীদের
- পাশবিক এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়া হবে : আসিফ নজরুল
- গাজাকে শিশুদের কবরস্থান বানাচ্ছে ইসরায়েল: জাতিসংঘ
- ইসরায়েলের ড্রোন হামলায় লেবাননে হতাহত ৬
- গাজায় ত্রাণ নিতে গিয়ে দুই মাসে নিহত ৭৯৮ ফিলিস্তিনি
- হাসিনাকন্যা পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতালি
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১২ জুলাই)
- জাতীয়তাবাদের উদ্বিগ্ন হৃদয়
- রেকর্ড বইয়ের পাতায় ইংল্যান্ডের স্মিথ
- বিএনপির আদর্শ ও রাজনীতির সঙ্গে সন্ত্রাস-বর্বরতার কোনো সম্পর্ক নেই : মির্জা ফখরুল
- রাজধানীর মিরপুর থেকে ৫০টি দেশীয় বন্যপ্রাণী উদ্ধার
- ভিন্নমত থাকবে, কিন্তু অপরের মতকে সম্মান করতে হবে : আমীর খসরু
- ভারতের হয়ে যে রেকর্ড এখন শুধুই বুমরাহর
- বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলির ঘটনায় ১০ নেতা বহিষ্কার
- পদ্মার ভাঙনে জাজিরায় দিশেহারা কয়েক হাজার মানুষ
ক্যাসিনো বন্ধে অভিযান
গডফাদারদেরও ধরুন
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর