সিটি নির্বাচনে পেশাগত দায়িত্ব পালনের সময় বেশ কয়েকজন সাংবাদিক চিহ্নিত সন্ত্রাসীদের দ্বারা আক্রান্ত হয়েছেন। নিজেদের মুখোশ উন্মোচন হওয়ার ক্ষুব্ধতা থেকেই সন্ত্রাসীরা যে সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে তা দিনের আলোর মতো স্পষ্ট। নির্বাচনের দিন শনিবার ছয় সাংবাদিক সন্ত্রাসীদের দ্বারা আক্রান্ত হয়েছেন। নোংরামির চূড়ান্ত নজির স্থাপন করেছে চিহ্নিত একটি ছাত্র সংগঠনের নামাবলি গায়ে পরা সন্ত্রাসীরা। সাংবাদিকদের অপরাধ তারা ভোট কেন্দ্রের প্রকৃত চিত্র দেশবাসীর কাছে তুলে ধরার জন্য তথ্য সংগ্রহ করছিলেন। সাংবাদিকদের ওপর প্রতিহিংসাপরায়ণতা ঘটেছে গত সোমবারও। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুর্ভাগ্যজনকভাবে অপরাধীদের সামাল দেওয়ার বদলে কোনো কোনো ক্ষেত্রে তাদের পক্ষে ভূমিকা রেখে নিজেদের মুখেও চুনকালি লাগিয়েছে। সাংবাদিকদের দেওয়া অভিযোগ না নিয়ে তারা চিহ্নিত সন্ত্রাসীদের অভিযোগ আমলে নিয়েছে। এ অধঃপতিত মনোভাব অবাঞ্ছিতই শুধু নয়, গর্হিত ও নিন্দনীয়। নির্বাচনে সাংবাদিকরা কোনো পক্ষ নন। কোনো দল কিংবা প্রার্থীর বাড়া ভাতে মই দেওয়ার দায়িত্ব তারা পালন করেননি। সাংবাদিকরা ভোট কেন্দ্রে গিয়েছেন নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে। দেশের সংবিধানেও সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বৈধতা দেওয়া হয়েছে। কিন্তু পেশিশক্তির পূজারি অন্ধ গহ্বরের কীটেরা সাংবাদিকদের ওপর হামলা চালিয়ে শুধু নিজেদের আসল পরিচয় তুলে ধরেনি, নির্বাচন কমিশন, সরকার ও পুলিশের জন্যও বিড়ম্বনা ডেকে এনেছে। সরকারি দলের ছাত্র সংগঠনে কীভাবে পেশাদার সন্ত্রাসীরা নেতা-কর্মী হওয়ার সুযোগ পায় বড় মাপে সে প্রশ্নও সামনে এনেছে। ইতিমধ্যে দলমতনির্বিশেষে সব সাংবাদিক সংগঠন সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে। নিজেদের পিঠ বাঁচাতে আইওয়াশ হিসেবে ওই ছাত্র সংগঠনটি চিহ্নিত এক সন্ত্রাসীকে ‘সাময়িক’ বহিষ্কার করেছে। আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকায় মনে হয়েছে তাদের দায় আইন মান্যকারীদের প্রতি নয়, বরং সন্ত্রাসীদের কাছে তাদের টিকি বাঁধা পড়ে আছে। হামলাকারীরা এখনো ধরাছোঁয়ার বাইরে থাকা সে নজিরই রাখছে। এ আচরণ দুর্ভাগ্যজনক এবং নিজেদের মুখে চুনকালি লাগানোর নামান্তর। আমরা আশা করব, সরকার নিজেদের স্বার্থেই দুর্বিনীতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে। নিজেদের বিতর্কিত না করার সেটিই প্রকৃষ্ট পথ।
শিরোনাম
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
সাংবাদিকের ওপর হামলা
সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর