সিটি নির্বাচনে পেশাগত দায়িত্ব পালনের সময় বেশ কয়েকজন সাংবাদিক চিহ্নিত সন্ত্রাসীদের দ্বারা আক্রান্ত হয়েছেন। নিজেদের মুখোশ উন্মোচন হওয়ার ক্ষুব্ধতা থেকেই সন্ত্রাসীরা যে সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে তা দিনের আলোর মতো স্পষ্ট। নির্বাচনের দিন শনিবার ছয় সাংবাদিক সন্ত্রাসীদের দ্বারা আক্রান্ত হয়েছেন। নোংরামির চূড়ান্ত নজির স্থাপন করেছে চিহ্নিত একটি ছাত্র সংগঠনের নামাবলি গায়ে পরা সন্ত্রাসীরা। সাংবাদিকদের অপরাধ তারা ভোট কেন্দ্রের প্রকৃত চিত্র দেশবাসীর কাছে তুলে ধরার জন্য তথ্য সংগ্রহ করছিলেন। সাংবাদিকদের ওপর প্রতিহিংসাপরায়ণতা ঘটেছে গত সোমবারও। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুর্ভাগ্যজনকভাবে অপরাধীদের সামাল দেওয়ার বদলে কোনো কোনো ক্ষেত্রে তাদের পক্ষে ভূমিকা রেখে নিজেদের মুখেও চুনকালি লাগিয়েছে। সাংবাদিকদের দেওয়া অভিযোগ না নিয়ে তারা চিহ্নিত সন্ত্রাসীদের অভিযোগ আমলে নিয়েছে। এ অধঃপতিত মনোভাব অবাঞ্ছিতই শুধু নয়, গর্হিত ও নিন্দনীয়। নির্বাচনে সাংবাদিকরা কোনো পক্ষ নন। কোনো দল কিংবা প্রার্থীর বাড়া ভাতে মই দেওয়ার দায়িত্ব তারা পালন করেননি। সাংবাদিকরা ভোট কেন্দ্রে গিয়েছেন নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে। দেশের সংবিধানেও সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বৈধতা দেওয়া হয়েছে। কিন্তু পেশিশক্তির পূজারি অন্ধ গহ্বরের কীটেরা সাংবাদিকদের ওপর হামলা চালিয়ে শুধু নিজেদের আসল পরিচয় তুলে ধরেনি, নির্বাচন কমিশন, সরকার ও পুলিশের জন্যও বিড়ম্বনা ডেকে এনেছে। সরকারি দলের ছাত্র সংগঠনে কীভাবে পেশাদার সন্ত্রাসীরা নেতা-কর্মী হওয়ার সুযোগ পায় বড় মাপে সে প্রশ্নও সামনে এনেছে। ইতিমধ্যে দলমতনির্বিশেষে সব সাংবাদিক সংগঠন সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে। নিজেদের পিঠ বাঁচাতে আইওয়াশ হিসেবে ওই ছাত্র সংগঠনটি চিহ্নিত এক সন্ত্রাসীকে ‘সাময়িক’ বহিষ্কার করেছে। আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকায় মনে হয়েছে তাদের দায় আইন মান্যকারীদের প্রতি নয়, বরং সন্ত্রাসীদের কাছে তাদের টিকি বাঁধা পড়ে আছে। হামলাকারীরা এখনো ধরাছোঁয়ার বাইরে থাকা সে নজিরই রাখছে। এ আচরণ দুর্ভাগ্যজনক এবং নিজেদের মুখে চুনকালি লাগানোর নামান্তর। আমরা আশা করব, সরকার নিজেদের স্বার্থেই দুর্বিনীতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে। নিজেদের বিতর্কিত না করার সেটিই প্রকৃষ্ট পথ।
শিরোনাম
- ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- বসুন্ধরায় জমজমাট আয়োজনে কর্পোরেট ফুটসাল কাপ সম্পন্ন
- জাতীয় প্রেস ক্লাবে স্তন ক্যান্সার সচেতনতা সেমিনার অনুষ্ঠিত
- ফের ভয়াবহ ঘূর্ণিঝড়ের মুখে ফিলিপাইন
- দুই উপদেষ্টার পদত্যাগ দাবিতে শহীদ মিনারে প্রাথমিকের শিক্ষকরা
- ইউক্রেনের আবাসিক ও জ্বালানি অবকাঠামোতে হামলা, নিহত ১১
- বন্দুক ঠেকিয়ে এতিমখানার লুটের গরু ৯ দিনেও উদ্ধার হয়নি
- ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসের মাইলফলক : ব্যারিস্টার মীর হেলাল
- ব্যক্তিগত উপাত্ত সুরক্ষাসহ দুই অধ্যাদেশের প্রজ্ঞাপন জারি
- গুলশান অলিম্পিয়াড ক্রিকেটে চ্যাম্পিয়ন জিওয়াইসি ডমিনেটরস
- ট্রাম্পের চোখ বন্ধ ছবি ঘিরে বিতর্ক, যা বলছে হোয়াইট হাউস
- উত্তরবঙ্গে জেঁকে বসেছে শীত, সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়
- বিচারের রায় ঘনিয়ে আসায় উন্মাদ হয়ে এখন নতুন ‘থিওরি’: উপদেষ্টা ফারুকী
- সূচকের মিশ্র প্রবণতায় পুঁজিবাজারে চলছে লেনদেন
- মরিচের গুঁড়া ছুড়ে স্বর্ণালংকার চুরির চেষ্টা নারীর, খেয়ে বসলেন ২৫ সেকেন্ডে ২০ চড়
- একক নৈপুণ্যে মায়ামিকে সেমিফাইনালে তুললেন মেসি
- হরিণাকুন্ডুতে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত, আহত ২
- জাতীয় দলের ৯৯ ভাগ নারী ক্রিকেটার হয়েছেন কুপ্রস্তাবের শিকার : রেশমা
- জনমনে উদ্বেগ আলোচনা গুঞ্জন
- বিআরটি প্রকল্পের সেতুর নিচে যুবকের মরদেহ
সাংবাদিকের ওপর হামলা
সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর