রবিবার, ৪ জুন, ২০২৩ ০০:০০ টা
চিঠিপত্র

অবসর ভাতা প্রসঙ্গে

আমি অবসরপ্রাপ্ত একজন ব্যাংক কর্মকর্তা। ২০১৫ সালের পে-স্কেল প্রবর্তনের আগে অবসরে যাই। ফলে ২০১৫ সালের পে-স্কেলে যেসব সুযোগ সুবিধা দেওয়া হয়েছে তার কিছুই আমরা যারা ওই সময়ে অবসরে গেছি তারা কেউই পাইনি। যে কারণে আমরা খুবই অসুবিধায় দিনযাপন করছি। ওই সময়ে অবসরে যাওয়ার কারণে যে সামান্য কিছু অর্থনৈতিক সুবিধা পেয়েছিলাম তা বিভিন্ন কারণে অর্থাৎ ছেলেমেয়ের লেখাপড়া, বিয়েশাদি এবং নিজে থাকার জন্য একটি ঘরের ব্যবস্থা করতেই শেষ হয়ে গেছে। বর্তমানে এ বৃদ্ধ বয়সে নিজের এবং স্ত্রীর খরচ মেটানো সম্ভবপর হয়ে উঠছে না। অসুখ-বিসুখে ভুগলেও ঠিকমতো চিকিৎসাও করাতে পারছি না। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন যারা অবসরকালীন সময়ে শতভাগ সমর্পণ করে অবসরে গেছেন তাদের অবসরের ১৫ বছর পর অবসর ভাতা প্রদান করার বিধান রয়েছে। ১৫ বছরের পরিবর্তে ১০ বছর পর অবসর ভাতা পুনরায় চালু করার বিনীত অনুরোধ জানাচ্ছি।

বিমাল চন্দ্র ব্যানার্জী, অবসরপ্রাপ্ত যুগ্ম পরিচালক, বাংলাদেশ ব্যাংক, ঢাকা

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর