ভবিষ্যতে প্রধানমন্ত্রী পদে কেউ ১০ বছরের বেশি দায়িত্ব পালন করতে পারবেন না। এ বিষয়ে বিএনপিসহ প্রায় সব রাজনৈতিক দল ঐকমত্যে পৌঁছেছে। তবে বিএনপি বলেছে, নির্বাহী বিভাগের ক্ষমতা খর্ব করে সাংবিধানিক নিয়োগ কমিটির মাধ্যমে সবকিছু নিয়ন্ত্রণের বিষয়ে বিএনপি সায় দেবে না। বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে বিএনপির পক্ষ থেকে নিজেদের অবস্থান তুলে ধরা হয়। বিএনপি প্রধানমন্ত্রী পদটি যে কারোর জন্য ১০ বছরে সীমাবদ্ধ রাখার প্রস্তাবে রাজি হওয়ায় জাতীয় সনদ প্রণয়নে কিছুটা হলেও অগ্রগতি অর্জিত হলো। এর আগে সংলাপের সূচনায় কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, জাতীয় সনদ তৈরিতে সবার পক্ষ থেকে ছাড় দিতে হবে। এমনটি হলে জুলাই আন্দোলনের মতো সনদ তৈরিতেও ঐকমত্যে পৌঁছা সম্ভব হবে। মনে রাখতে হবে, আমরা রক্তের ওপর দাঁড়িয়ে আছি। ১৬ বছরের দীর্ঘ লড়াই-সংগ্রামের পর আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। সবাই মিলে লড়াই করতে না পারার কোনো বিষয় নেই। এখানে আমরা যেভাবে পরমতসহিষ্ণুতা বজায় রেখে আলোচনায় অংশগ্রহণ করছি, সব ক্ষেত্রেই সবাইকে সেভাবে অগ্রসর হতে হবে। সংলাপ শেষে প্রেস ব্রিফিংয়ে বলা হয়, রাজনৈতিক দলগুলোর মতামতকে গুরুত্ব দিয়ে ঐকমত্য কমিশন এনসিসির প্রস্তাব থেকে সরে এসেছে। এনসিসির পরিবর্তে ‘সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি’ করার প্রস্তাব করা হয়েছে। এ কমিটি শুধু সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর নিয়োগ কার্যক্রম পরিচালনা করবে। প্রস্তাবিত কমিটির কাঠামোতেও পরিবর্তন আনা হয়েছে। অ্যাটর্নি জেনারেল এবং তিন বাহিনীর প্রধানের নিয়োগ এ কমিটির অন্তর্ভুক্ত হবে না। প্রধানমন্ত্রী পদে কারোর দুইবারের বেশি দায়িত্ব পালনের সুযোগ না থাকলে ক্ষমতা কুক্ষিগত করার সুযোগ অনেকাংশে রোধ হবে। এ ক্ষেত্রে দেশের সবচেয়ে বড় দল বিএনপির সম্মতি এক বড় অর্জন। তবে নির্বাহী বিভাগের ক্ষমতা খর্ব করে সাংবিধানিক নিয়োগ কমিটির মাধ্যমে সবকিছু নিয়ন্ত্রণের প্রবণতা দেশ পরিচালনায় জনগণের কর্তৃত্ব খর্ব করবে কি না, সে বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষকে ভাবতে হবে।
শিরোনাম
- ফের সংঘর্ষে জড়াল চবি শিক্ষার্থী ও স্থানীয়রা, আহত প্রক্টরসহ অনেকে
- ১৩ মাসে ঢাকা ও আশপাশে ১৬০৪ অবরোধ
- বাংলাদেশ প্রতিদিনের আহত সাংবাদিক দুর্জয়ের খোঁজ নিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
- রাকসু নির্বাচন ঘিরে দফায় দফায় সংঘর্ষ, আহত বেশ কয়েকজন
- হাসনাত আবদুল্লাহর জন্য উপহার পাঠালেন রুমিন ফারহানা
- চবিতে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে শিবিরের বিক্ষোভ
- ছেলের সঙ্গে মারামারি গড়াল ডিএনএ পরীক্ষায়, জানলেন সন্তানদের বাবা নন তিনি
- সিলেটে আরও ৫০ হাজার ঘনফুট পাথর উদ্ধার
- নুরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন রাষ্ট্রপতি
- মানুষের মতো স্বাদ নেয় ও মনে রাখে কৃত্রিম জিভ, তাক লাগালেন চীনা বিজ্ঞানীরা
- ইউক্রেনের সাবেক স্পিকারকে গুলি করে হত্যা
- মাকে অমানবিক নির্যাতনের ভিডিও ভাইরাল, ছেলে-বউসহ আটক ৫
- সালমানের ব্যাটে ৬ বলে ৬ ছক্কা, ১২ বলে ১১: শেষ ২ ওভারে উঠল ৭১ রান
- চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক খুন
- ইয়েমেনের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী মোহাম্মদ মুফতা
- ভয়েস অব আমেরিকার পাঁচ শতাধিক সাংবাদিককে ছাঁটাই করছে ট্রাম্প প্রশাসন
- নেত্রকোনায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ৩
- সেলফির নেশায় মৃত্যু: ভারত ও যুক্তরাষ্ট্র শীর্ষে
- উড্ডয়নের পরই ইঞ্জিনে আগুন, মাঝ-আকাশে বিমানে আতঙ্ক
- আরও দুই হাজার চিকিৎসক নিয়োগের সুপারিশ জনপ্রশাসন মন্ত্রণালয়ে