সোমবার, ৩ জুলাই, ২০১৭ ০০:০০ টা

জেনে নিন দরকারী তথ্য

শিক্ষা ডেস্ক

১.   বিশ্বের প্রথম ও একমাত্র কম্পিউটার জাদুঘরটি অবস্থিত—

     উত্তর : যুক্তরাজ্যে

২.   কম্পিউটার জগতের কিংবদন্তি কে?

     উত্তর : বিল গেটস.  

৩.   আলবার্ট আইনস্টাইনের প্রধান অবদান হল—

     উত্তর : থিওরি অব রিলেটিভিটি 

৪.   আইনস্টাইনের পদার্থ ও শক্তির অভিন্নতা বিষয়ক সূত্র হলো—

     উত্তর : E=mc2 

৫.   কোন বাঙালি বৈজ্ঞানিক আলবার্ট আইনস্টাইনের সঙ্গে যুক্তভাবে একটি তত্ত্ব দিয়েছিলেন?

     উত্তর : সত্যেন্দ্রনাথ বোস    

৬.   বৈজ্ঞানিক আইনস্টাইনের নামের সঙ্গে যে বাংলাদেশি বৈজ্ঞানিকের নাম জড়িত—

     উত্তর : প্রফেসর এম এন বোস 

৭.   সূক্ষ্ম সময় মাপার যন্ত্র—

     উত্তর :  ক্রোনোমিটার

৮.   জাহাজের সময় নিরুপণের জন্য ব্যবহৃত হয় কোন যন্ত্রটি?

     উত্তর : ক্রোনোমিটার 

৯.   তড়িৎ প্রাবল্যের ব্যবহারিক একক কোনটি?

     উত্তর : নিউটন/কুলম্ব

১০.  চাপের একক কোনটি—

     উত্তর : প্যাসকেল।

১১.  রবীন্দ্রনাথ ঠাকুরের নিম্নোক্ত কোন তিনটি গল্পেই মুসলমান চরিত্র রয়েছে?

     উত্তর : ক্ষুধিত পাষাণ, মুকুট ও সুভা

১২.  ‘নিমচাঁদ’ চরিত্রের সাক্ষাৎ পাওয়া যায় কোন গ্রন্থে?

     উত্তর : সধবার একাদশী

১৩.  ‘জঙ্গম’ শব্দটির বিপরীত শব্দ—

     উত্তর : স্থাবর

১৪.  বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা—

     উত্তর : গীতি কবিতা

১৫.  ‘এ ভরা বাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর।’— কে লিখেছেন?

     উত্তর : বিদ্যাপতি।

১৬.  কোন বস্তুর কম্পন কোন একক দিয়ে মাপা হয়—

     উত্তর : হার্জ 

১৭.  ডাইন কিসের একক—

     উত্তর : বল

১৮.  পৃথিবী সৌরজগতের কত নম্বর গ্রহ?

     উত্তর : চতুর্থ 

১৯.  পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত?

     উত্তর : ঘ. ৯৩ মিলিয়ন মাইল

২০.  পৃথিবী সূর্যের একটি? / অথবা, পৃথিবী সৌরজগতের একটি?

     উত্তর : গ্রহ  

২১. রাসায়নিক অগ্নিনির্বাপক কাজ করে, অগ্নিতে—

     উত্তর : অক্সিজেন সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে   

২২.  কোন গ্যাস নিজে জ্বলে কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে না?

     উত্তর : হাইড্রোজেন।

২৩. জুলিও কুরি একজন বিশ্ব বিখ্যাত—

     উত্তর : বৈজ্ঞানিক

২৪.  ইউক্লিডের মহাগ্রন্থ ঊষবসবহঃ  কয়টি  খণ্ডে বিন্যস্ত—

     উত্তর : ১৩টি

২৫. আল বেরুনী রচিত গ্রন্থের নাম—

     উত্তর : কিতাবুল হিন্দ

২৬.  ইবনে খালেদুন একজন বিখ্যাত—

     উত্তর : দার্শনিক    

২৭.  আধুনিক কম্পিউটারের বৈশিষ্ট্য হচ্ছে—

     উত্তর : উপরের সবগুলো

২৮.  নিচের কোন কাজের জন্য কম্পিউটার বেশি সুবিধাজনক?

     উত্তর : পুনরাবৃত্তি কাজ

২৯   কম্পিউটার কে আবিষ্কার করেন?

     উত্তর : হাওয়ার্ড এইকিন    

৩০.  প্রাণিজগতের উত্পত্তি সম্বন্ধীয় বিদ্যাকে বলে—

     উত্তর : ইভোলিউশন

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর