Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : বৃহস্পতিবার, ১৭ মে, ২০১৮ ০০:০০ টা
আপলোড : ১৭ মে, ২০১৮ ০০:১৩

দুর্ঘটনার কবলে হেমা মালিনী

শোবিজ ডেস্ক

দুর্ঘটনার কবলে হেমা মালিনী

ভারতের এক সময়ের বিখ্যাত অভিনেত্রী, পরিচালক ও প্রযোজক হেমা মালিনী হয়েছিলেন একটি বড় দুর্ঘটনার মুখোমুখি। মৃত্যুকে খুব কাছে থেকে দেখেই যেন ফিরে এলেন তিনি। হেমা মালিনী বর্তমানে রাজনৈতিক দল বিজেপির সাংসদ। দলের এক জনসভায় যোগ দিয়ে ফেরার সময় ঝড়ের কবলে পড়েন তিনি। তার গাড়ির সামনে আছড়ে পড়ে আস্ত একটি গাছ। অল্পের জন্য রক্ষা পান হেমা মালিনী।  কিছুদিন আগে মাথুরার কাছে মিথাউলি গ্রামে এক জনসভার আয়োজন করা হয়েছিল। সেখানেই বক্তব্য রাখতে গিয়েছিলেন বিজেপির সাংসদ হেমা মালিনী। ফিরে আসার সময় আচমকা ঝড় শুরু হয়। ঝড়ের প্রকোপে তার কনভয়ের সামনে গাছ পড়ে যায়। চালক সময়মতো গাড়ি থামিয়ে দেওয়ায় প্রাণে বেঁচে যান অভিনেত্রী। পরে গাছ সরানো হলে হেমা মালিনী দুর্ঘটনা এড়িয়ে সুস্থভাবে বাড়ি ফিরতে সক্ষম হন। এর আগেও দুর্ঘটনার কবলে পড়েছিলেন হেমা মালিনী। ২০১৫ সালে মাথুরা থেকে জয়পুর যাওয়ার পথে রাজস্থানের দৌসায় দুর্ঘটনার কবলে পড়ে তার গাড়ি। উল্টো দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পাঁচ বছরের শিশুর মৃত্যু হয়। অভিনেত্রীর মাথা ফেটে যায়।


আপনার মন্তব্য