মঙ্গলবার, ১০ মার্চ, ২০২০ ০০:০০ টা

নাজিরা-শ্যামলের রক্তদহ

শোবিজ প্রতিবেদক

নাজিরা-শ্যামলের রক্তদহ

পলাশীর যুদ্ধে ইংরেজদের হাতে পরাজয়ের পর স্বাধীনতা পুনরুদ্ধারের সংগ্রামে যেসব বীর যোদ্ধা প্রথম সারিতে ছিলেন, ফকির মজনু শাহ তাদের অন্যতম। এছাড়া রক্তদহ বিলের সঙ্গে ইংরেজবিরোধী স্বাধীনতা যুদ্ধের অন্যতম নেতা ফকির মজনু শাহর স্মৃতি জড়িয়ে আছে ওতপ্রোতভাবে। বগুড়ার মহাস্থানে ছিল ফকির নেতা মজনু শাহর আস্তানা। ১৭৭৬ সালে এখানে তিনি একটি দুর্গ নির্মাণ করেছিলেন। প্রায় ২৫০ বছরের পুরনো সেই ইতিহাস নিয়ে এবার নির্মিত হলো নাটক ‘রক্তদহ’। ২৫০ বছরের পুরনো পটভূমি নিয়ে ‘রক্তদহ’ নাটকটির গল্প, সংলাপ, চিত্রনাট্য ভাবনা লিখেছেন মো. ইসরাফিল আলম। নাটকটি রচনা করেছেন মিজানুর রহমান বেলাল। পরিচালনা করেছেন মুরসালিন শুভ। নাটকটিতে দুই কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন নাজিরা আহমেদ ও শ্যামল মাওলা। এতে আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবদুল্লাহ রানা, অভি, কেয়া মণি, রাজিন, সানজিদা কাইয়ুম প্রমুখ।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর