সোমবার, ১৮ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

ফের উপস্থাপনায় সাজু খাদেম

শোবিজ প্রতিবেদক

ফের উপস্থাপনায় সাজু খাদেম

জনপ্রিয় অভিনেতা সাজু খাদেম। ১৯৯৭ সালে মঞ্চনাটকের মাধ্যমে তাঁর অভিনয় জীবন শুরু। পাশাপাশি উপস্থাপনায়ও রয়েছে তাঁর বেশ সুনাম। ভিন্নধর্মী শোতে তাঁর উপস্থাপনা আলাদা নজর কাড়ে। এ বছর ‘পাঁচফোড়ন’-এ ভিন্ন আঙ্গিকের উপস্থাপনায় তিনি বন্ধু মীর সাব্বিরের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন। নতুন চমক হচ্ছে, টি-২০ বিশ্বকাপ ক্রিকেট নিয়ে এক্সক্লুসিভ শো বাংলালিংক ৩০ মিনিট বাকির ‘গলি কাপ’-এর উপস্থাপক হিসেবে ১৫ মিনিট তাঁকে দেখা যাবে টি-স্পোর্টস ও জিটিভির পর্দায়। তিনি জানান, ‘বিশেষ এ শোটি উপস্থাপনা করছি। খেলা শুরু হওয়ার দিন থেকেই শোগুলো অনইয়ার হবে।’ সাজু খাদেম ‘ডলস হাউস’, ‘গহীনে’, ‘পৌষ ফাগুনের পালা’, ‘বেশ তো ডাক্তার’, ‘অলক নগর’ দিয়ে জনপ্রিয়তা পান। তাঁর অভিনীত প্রথম চলচ্চিত্র ‘কমন জেন্ডার’-এ হিজড়ার ভূমিকায়। ‘ফাগুন হাওয়ায়’, ‘মেয়েটি এখন কোথায় যাবে’ ছাড়াও তিনি মানিক মানবিক (আজব ছেলে), হৃদি হক (১৯৭১ সেইসব দিন) ও অরণ্য আনোয়ারের (মা) চলচ্চিত্রে অভিনয় করছেন।  তিনি দেশের প্রখ্যাত নাট্যজন ড. ইনামুল হক (প্রয়াত) ও লাকী ইনামের জামাতা।

 

সর্বশেষ খবর