মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

সাড়া জাগাতে পারছে না বিগ বাজেটের ছবি

সাড়া জাগাতে পারছে না বিগ বাজেটের ছবি

অনেকে মানতে নারাজ থ্কালেও বাণিজ্যিক আর ভিন্ন ধারায় স্পষ্ট হচ্ছে চলচ্চিত্র। এ দুই ধারার চলচ্চিত্রের দর্শকও আলাদা। বাণিজ্যিক ধারার ছবির দর্শক সব শ্রেণির, আর ভিন্ন ধারার ছবির দর্শক একটি বৃত্তে বন্দী হয়ে আছে। গত কয়েক বছর ধরে বাণিজ্যিক ধারার চেয়ে ভিন্ন ধারার ছবিই দর্শক-আগ্রহে এগিয়ে রয়েছে। এমনকি বিগ বাজেটের বাণিজ্যিক ছবিও দর্শকমন তেমনভাবে কাড়তে পারছে না। বিষয়টি তুলে ধরেছেন- আলাউদ্দীন মাজিদ

 

চলচ্চিত্রের খরা কাটবে কখন? এই প্রশ্ন আরও জোরালো হচ্ছে। গত বছর কয়েকটি বিগ বাজেটের ছবি মুক্তি পেলেও এ বছর সেই দৃশ্য বলতে গেলে অদৃশ্য। এতে আবারও অনিশ্চয়তায় পড়েছে সিনেমা হল মালিকসহ চলচ্চিত্রের মানুষেরা। গত বছর শাকিব খানের দুুটি ছবি ‘বীর’ ও ‘শাহেনশাহ’ মুক্তি পেলেও কাক্সিক্ষত ব্যবসা করতে পারেনি একটিও। সিয়াম অভিনীত বিগ বাজেটের ‘বিশ্বসুন্দরী’ ছবিটিই গত বছর ব্যবসা করেছে বলে দাবি ছিল এ ছবির নির্মাতার। যদিও সিনেমা হল মালিকরা বলছে মোটামুটি চলেছে। এর বাইরে গত বছর বাণিজ্যিক ধারার কোনো ছবিই সাড়া জাগাতে পারেনি। চলতি বছর অনেক বিগ বাজেটের ছবি মুক্তি পাওয়ার কথা থাকলেও মুক্তি পায়নি তেমন কোনো ছবি। সিনেমা হল মালিকদের সন্তুষ্ট থাকতে হয়েছে ‘মিশন এক্সট্রিম’ এবং ‘এ দেশ তোমার আমার’ এই দুটি বেশি খরচ করে নির্মাণ করা ছবি নিয়ে। যদিও ‘এ দেশ তোমার আমার’ বক্স অফিসে ব্যর্থতার তালিকায় স্থান পেয়েছে আর ‘মিশন এক্সট্রিম’ উচ্চ মাপের দর্শকদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। নব্বই দশকের শেষ ভাগ থেকে নানা প্রতিকূলতায় ঢাকাই ছবির জগৎ পড়েছিল রাহুর কবলে। এই দুর্বিষহ অবস্থা ৫ বছর আগে থেকে একটু একটু করে কাটিয়ে উঠতে শুরু করলেও ২০২০ সালে বৈশ্বিক মহামারী করোনার কামড়ে আবার চলচ্চিত্রের দুনিয়ার নতুন করে এগিয়ে যাওয়ার স্বপ্ন ল-ভ- হয়ে যায়। ওই বছর করোনা লকডাউনের কারণে প্রায় ৭ মাস সিনেমা হল বন্ধ থাকায় মুক্তি পায়নি অনেক আলোচিত ও ব্যয়বহুল ছবি। এরপর একসময় সিনেমা হল খুললেও দর্শক করোনা আতঙ্কে সিনেমা হলে যাবে কি যাবে না দুর্ভাবনার এই দোলাচলে পড়ে সিংহভাগ নির্মাতা মুক্তি দিতে সাহস পাননি তাঁদের ছবিগুলো। করোনার কারণে গত বছর থেকে আটকে পড়া ছবির তালিকায় রয়েছে- ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’, ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’, ‘জিন’, ‘শান’, ‘অন্তরাত্মা’ ‘বিদ্রোহী’, ‘পরাণ’,  ‘দিন : দ্য ডে’, ‘ক্যাসিনো’, ‘আনন্দ অশ্রু’, ‘মানুষের বাগান’, ‘পেয়ারার সুবাস’, ‘বিউটি সার্কাস’, ‘কমান্ডো’, ‘ওপারে চন্দ্রাবতী’, ‘সাইকো’, ‘সাহসী  যোদ্ধা’, ‘তালাশ’। গত রমজানের ঈদে ‘সৌভাগ্য’ শিরোনামে ডিপজল প্রযোজিত ও অভিনীত একটি বিগ বাজেটের ছবি মুক্তি দিলেও স্থানীয় জেলা প্রশাসন ঢাকাসহ দেশের  বেশির ভাগ স্থানে করোনার কারণে সিনেমা হল খুলতে বাধা  দেয় এবং ‘সৌভাগ্য’ ছবিটি আর্থিক ক্ষতির মুখে পড়ে। এতে অন্য প্রযোজকরা নতুন ছবি মুক্তি দিতে লোকসানের ভয়ে আগ্রহ হারিয়ে ফেলেন। দীপংকর দীপেন তাঁর ‘অপারেশন সুন্দরবন’ ছবিটি ১৭ সেপ্টেম্বর মুক্তি দেওয়ার পরিকল্পনা নিলেও শেষ পর্যন্ত আর বড় পর্দায় আসেনি। অনন্ত জলিল জানান, করোনায় দীর্ঘদিন আটকে থাকা তাঁর বিগ বাজেট ও অ্যারেঞ্জমেন্টের যৌথ প্রযোজনার ‘দিন : দ্য ডে’ ছবিটি আগামী ২৪ ডিসেম্বর মুক্তি দেওয়ার ঘোষণা দিলেও প্রযোজক সমিতি গতকাল জানায়, ছবিটির মুক্তির জন্য তাদের কাছে কোনো আবেদন এখনো জমা পড়েনি। সোহানী হোসেন প্রযোজিত ও সুমন ওয়াজেদ পরিচালিত শাকিব খান ও দর্শনা অভিনীত ‘অন্তরাত্মা’ ছবিটিও চলতি বছর মুক্তি পাবে বলে এর প্রযোজনা প্রতিষ্ঠান জানালেও শেষ পর্যন্ত ঘোষণা আর বস্তবায়িত হয়নি। আরিফিন শুভ অভিনীত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবিটির প্রযোজনা সংস্থা জানিয়েছিল শিক্ষাপ্রতিষ্ঠান খুললেই তারা তাদের ছবিটি মুক্তি দেবে। অথচ শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে, তবে ছবিটি এ বছর আর মুক্তি পায়নি। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘জিন’ ছবিটিও দীর্ঘদিন ধরে করোনার কারণে আটকে আছে। সংস্থার সিইও আলিমউল্লাহ খোকন জানিয়েছেলন এ বছরই ছবিটি মুক্তি দেবেন। মোস্তাফিজুর রহমান মানিক জানিয়েছিলেন, এ বছরই তাঁর নির্মিত ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ ও ‘আনন্দ অশ্রু’ ছবি দুটি মুক্তি পাবে। কিন্তু বছর প্রায় শেষ, তাই ছবি দুটি আর এ বছর মুক্তির সম্ভাবনা নেই। এদিকে গত বছর থেকে বিগ বাজেটের বাণিজ্যিক ছবি মুক্তি স্থবির হয়ে পড়লেও ভিন্ন ধারার ছবি ঠিকই মুক্তি এবং দর্শকগ্রহণযোগ্যতা পেয়েছে। গত বছর গাজী রাকায়েত নির্মিত ও অভিনীত ‘গোর’ এবং তানভীর মোকাম্মেলের ‘রূপসা নদীর বাঁকে’ এবং চলতি বছর মুক্তি পাওয়া ‘পদ্মাপুরাণ’ আর ‘চন্দ্রাবতী কথা’ ‘রেহানা মরিয়ম নূর’, ‘নোনা জলের কাব্য’, ‘লাল মোরগের ঝুঁটি’, ‘কালবেলা’র মতো ভিন্ন ধারার ছবিগুলো মুক্তি পায়। দেশে প্রশংসিত এবং কয়েকটি বিদেশে প্রশংসা কুড়ানোর পাশাপাশি পুরস্কৃতও হয়। এই চিত্র বুঝিয়ে দিয়েছে গত দুই বছরে সাড়া জাগাতে ব্যর্থ হয়েছে বাণিজ্যিক ধারার ছবি। আর সফলতার পথ ধরে এগোচ্ছে ভিন্ন ধারার নির্মাণ।

সর্বশেষ খবর