ওয়াজেদ আলী সুমনের সিনেমা ‘ছায়া’। পাবনার বিভিন্ন লোকেশনে এপ্রিলে হয় ছবিটির শুটিং। পারিবারিক ড্রামা এবং নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে বার্তা দেওয়া হয়েছে ছবির গল্পে। সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শিশুশিল্পী সিমরিন লুবাবা। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন শবনম বুবলী, আসিফ নূর, পল্লব, সুষমা সরকার, অর্নিল প্রমুখ। ‘ছায়া’ ছবিটির চিত্রনাট্য লিখেছেন ফেরারি ফরহাদ। এদিকে এই সিনেমার মাধ্যমে দীর্ঘ ১৫ বছর পর বড়পর্দায় ফিরছেন জনপ্রিয় মডেল-অভিনেতা পল্লব। ছবিতে পল্লব একজন নব্য শিল্পপতি সায়াম চরিত্রে অভিনয় করছেন। সর্বশেষ তিনি ২০০৮ সালে ওয়াজেদ আলী সুমনের ‘বিয়ে বাড়ি’তে অভিনয় করেছিলেন। মাঝে একটি ছবিতে অতিথি চরিত্র করেন।