বিভিন্ন কারণে দুই নায়ককে নিয়ে দুটি দল তৈরি হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এক দল শাকিব খানের পক্ষ নিয়ে নিশোকে অপমান করেছে সমানে, অন্য দল নিশোর হয়ে শাকিব খানকে। যদিও মেগাস্টার শাকিব খানের শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে ধরা হয় নিশোকে। দুই হিরোভক্তই দুজনের ইমেজকে টেনে নামাতে চেয়েছিল আগে থেকেই। যা একটা পর্যায়ে বেশ নিম্নমানের চর্চায় পরিণত হয়েছিল। ‘প্রিয়তমা এবং ‘সুড়ঙ্গ’- দুটি ছবি সুপারহিট হলেও কিন্তু দুই নায়কের ভক্তদের রেষারেষি থামেনি। বছরজুড়েই তা বিভিন্নভাবে প্রকাশ পায় সোশ্যাল মিডিয়ায়। ঈদুল ফিতরে যখন আবারও সিনেমা নিয়ে শাকিব আর নিশো মুখোমুখি তখন অনেকেই ভেবেছিল আবারও ভার্চুয়াল যুদ্ধ শুরু হতে চলেছে। তবে এবার আর পরিস্থিতি অতটা খারাপ হয়নি। এরই মধ্যে আবার আফরান নিশো শাকিব খানকে নিয়ে করেছেন দারুণ প্রশংসামূলক এক মন্তব্য। একটি ফটোকার্ড সম্প্রতি শেয়ার করেছেন তমা মির্জা। সেখানে নিশো বলছেন, ‘দীর্ঘ সময় শাকিব খান ইন্ডাস্ট্রিকে অনেক কিছু দিয়েছেন। বিনিময়ে তিনি সবার কাছ থেকে এতটুকু সম্মান তো ডিজার্ভ করেনই। আমার কাছে তিনি সব সময় সম্মানের তুঙ্গেই থাকবেন।’ এ মন্তব্য শুনে মোটামুটি কলিজা ঠান্ডা হয়েছে শাকিবিয়ানদের। অনেকেই নিশোরও প্রশংসা করেছেন মন্তব্যের ঘরে। কেউ আবার শাকিব-নিশোকে একসঙ্গে সিনেমা করার দাবি জানিয়েছেন। মামুন নামের একজন লিখেছেন- ‘শুভ বুদ্ধির উদয় হয়েছে, ধন্যবাদ নিশো ভাই।’ তামজিদ আহমেদ মন্তব্য করেছেন- ‘ব্যক্তিগতভাবে আমি নিশোকেও পছন্দ করি! নিশোর নাটক আমি প্রচুর দেখতাম! যখনই দেখলাম নিশো মেগাস্টার শাকিব খানকে নিয়ে কিছু বাজে কথা বলছিল তখন থেকে নিশোকে আর পছন্দ করতাম না! অবশেষে নিশো তার ভুল বুঝতে পেরেছে! বাংলাদেশে মেগাস্টার একটাই! সেটা হলো শাকিব খান!’ আকাশ চৌধুরী লিখেছেন- ‘শাকিব খানকে নিয়ে কথা বললেই সে শাকিবিয়ান না। একটি চক্র আছে যারা চায় না এদের (শাকিব খান ও আফরান নিশো) মধ্যে সুসম্পর্ক হোক। তারা শাকিব খানকে পচাবে নিশোর ফ্যান হয়ে, তারা নিশোকে পচাবে শাকিব খানের ফ্যান হয়ে। তারা আসলে সিনেমার বিরুদ্ধে, সেটাকে ধ্বংস করাই তাদের কাজ। এবার আসি আরফান নিশোকে নিয়ে, একজন মানুষ সম্পর্ক ঠিক করতে চাইলে তাকে খারাপ বলার সুযোগ নেই। যে যাই বলুন, শাকিব-নিশো এক মুভিতে হলে টিকিট পাওয়া যাবে না বাংলাদেশে। হরতাল লেগে যাবে। বাংলা মুভির উন্নতি হোক।’ কেউ কেউ বলেছে, ‘জয় হোক সবার, জয় হোক বাংলা চলচ্চিত্রের।’
শিরোনাম
- চিন্ময় দাসের জামিন হাইকোর্টে
- ‘পাল্টা শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দর-কষাকষি করব, তাদের চটাব না’
- বগুড়ায় হত্যা মামলায় দুজনের ফাঁসি
- অভিনেতা সিদ্দিক ৭ দিনের রিমান্ডে
- বিমান বাহিনীর অনুশীলন পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার
- অভিবাসন সাংবাদিকতার উন্নয়নে ‘মার্সেই সনদ’ সই
- নরসিংদী কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু
- ইটভাটার কালো ধোয়ায় কৃষকের স্বপ্ন পুড়ে ছাঁই
- লক্ষ্মীপুরে দখল-দূষণে বিপন্ন খাল ও নদী উদ্ধারে অভিযান
- ‘শ্রমিক-মালিকের স্বার্থ অক্ষুণ্ন রেখে শ্রম আইন সংশোধন করা হচ্ছে’
- রাজবাড়ীতে যুবকের মরদেহ উদ্ধার
- আতিকুল-মামুনসহ ৫ জন নতুন মামলায় গ্রেপ্তার
- মারীখালি নদীতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ
- নাটোরে পিকআপের চাপায় বৃদ্ধ নিহত
- বরগুনায় স্বাস্থ্য জনবল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- টুঙ্গিপাড়ায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন
- কুমারখালীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু
- ভ্যাঙ্কুভারে বাঙালির মিলনমেলা, সংগীতে মাতোয়ারা প্রবাসীরা
- যে কোনও আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ইসলামাবাদ
- মাদকাসক্ত ছেলেকে হত্যার পর থানায় আত্মসমর্পণ বাবার
নিশোর মুখে শাকিববন্দনা
দীর্ঘ সময় শাকিব খান ইন্ডাস্ট্রিকে অনেক কিছু দিয়েছেন। বিনিময়ে তিনি সবার কাছ থেকে এতটুকু সম্মান তো ডিজার্ভ করেনই। আমার কাছে তিনি সব সময় সম্মানের তুঙ্গেই থাকবেন
শোবিজ প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
সর্বশেষ খবর