স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে ফ্যান্টাসি অ্যাকশন ছবি 'ফোরটি সেভেন রনিন'। জাপানি যোদ্ধা সামুরাইদের গল্প অবলম্বনে নির্মিত হয়েছে ছবিটি। এ ছবির মাধ্যমে অনেকদিন পর আবার অ্যাকশন ছবিতে ফিরে আসেন দ্য ম্যাট্রিঙ্রে অভিনেতা কিয়ানু রিভস। ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়ে সফল হয় ছবিটি। সামুরাইরা বিশ্বাস করেন, তলোয়ারই তার আত্মাকে ধারণ করে আছে। তলোয়ারকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ।