যে রাঁধে সে চুলও বাঁধে। আর এই কথার প্রমাণ দিতেই যেন নানা সময়ে বলিউড তারকারা কেউ নাম লিখিয়েছেন গায়িকার খাতায়, কেউ বা লিখেছেন গল্প-উপন্যাস। রাজনীতিতে তো এখন ঢের ঢের নায়ক-নায়িকার সমাহার। যারা গায়িকা হয়েছেন তারা সবাই যে নেহাত শখের বশে মাঝেমধ্যে গেয়েছেন তা কিন্তু নয়। একেবারে পুরোদস্তুর প্রফেশনাল শিল্পীদের চাইতে কম যাননি এদের অনেকেই। গেয়েছেনও ভালো। গাচ্ছেনও ভালো। এমন আট নায়িকাকে তুলে আনা হলো যারা শুধু নায়িকাই নয়, গায়িকা হয়েও সুনাম কুড়িয়েছেন ঢের ঢের।
১. প্রিয়াঙ্কা চোপড়া-
নায়িকা থেকে গায়িকা হয়ে যাওয়া বলিউড অভিনেত্রীদের নাম করলেই যেন প্রথমে উঠে আসে এই নামটি। যদিও ২০০২ সালে তামিল ছবি থামিজানে প্রথম কন্ঠ দেন তিনি, বরফিখ্যাত অভিনেত্রী প্রিয়াঙ্কা পিটবুলের সাথে নিজের প্রথম এ্যালবাম এক্সয়োটিকের মাধ্যমে প্রথম নাম লেখান আন্তর্জাতিক অঙ্গনের গায়িকাদের সারিতে। কিছুদিন আগে বেরিয়েছে তার আরেকটি গান- আই কান্ট মেক ইউ লাভ মি। তবে আপাতত মেরি কোমের জীবন নিয়ে নির্মিত ছবি নিয়েই বেশ ব্যস্ত আছেন পিগি চপস।
২. শ্রুতি হাসান-
বলিউডের আর সবার মতন নায়িকা থেকে গায়িকা নন, বরং গায়িকা থেকেই নায়িকা হয়েছেন লাক খ্যাত শ্রুতি। মাত্র ৬ বছর বয়সে বাবার ছবি থেভার মাগানের মাধ্যমে গানের জগতে পা রাখেন শ্রুতি। তবে বলিউডে তিনি প্রথম কন্ঠ দেন চাচী ৪২০ ছবিতে।
৩. মাধুরী দীক্ষিত-
এই বিখ্যাত নায়িকাও একবারের জন্য গায়িকা হয়ে কন্ঠ দিয়েছিলেন গানে। দেবদাস ছবির কাহে ছেড় মোহে গানটিতে কবিতা কৃষ্ণমূর্তি এবং পন্ডিত বীরজু মহারাজের সাথে গলা মিলিয়েছিলেন তিনি।
৪. জুহি চাওলা-
বলিউডের সদাহাস্য এই মিষ্টি অভিনেত্রীও একবারের জন্য কন্ঠ দিয়েছিলেন গানে। ২০০৮ সালে নির্মিত ছবি ভূতনাথে অমিতাভ বচ্চনের সাথে একটি গানে গলা মিলিয়েছিলেন তিনি।
৫. শ্রীদেবী-
ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় নিজের ছবি চাঁদনীর জন্য কন্ঠ দিয়েছিলেন রূপের রানী। ১৯৮৯ সালে এই ছবিটির ও মেরি চাঁদনী গানটির সাথেই শুরু হয় এ অভিনেত্রীর গান গাওয়া। তবে শেষও হয়ে যায় সাথে সাথেই।
৬. সুরাইয়া-
বলিউডের সোনালি যুগের অভিনেত্রী সুরাইয়াও নায়িকা থেকে গায়িকা হয়েছিলেন। শুধু তাই নায়, দার্দ এবং দিল্লাগির মতন ছবির অভিনেত্রী এই শিল্পী তার সবগুলো ছবিতেই নিজের গানে নিজেই কণ্ঠ দিয়েছেন।
৭. শ্রদ্ধা কাপুর-
আশিকি টু খ্যাত এই নায়িকা নিজের আগামী ছবি এক ভিলেনের গান গালিয়াতে নিজের কন্ঠ দেওয়ার মাধ্যমে উঠে আসতে যাচ্ছেন গায়িকার সারিতে। উল্লেখ্য, ছবির ট্রেইলারেও বেশ কিছু জায়গায় শ্রদ্ধার গলার সুর ভেসে বেরিয়েছে।
৮. আলিয়া ভাট-
নিজের দ্বিতীয় ছবি হাইওয়েতে এ আর রাহমানের উত্সাহে নিজের কন্ঠ দিয়েছিলেন আলিয়া। আর বলাই বাহুল্য, সোহা সাহা নামক গানটিতে পাকিস্তানি গায়ক জেবের সাথে বেশ ভালোই টক্কর দিয়েছেন এই অভিনেত্রী।