বিবাহ-বিচ্ছেদ চূড়ান্ত হবার পরপরই কারিশমা কাপুরকে নিয়ে শোনা যাচ্ছে নতুন গুঞ্জন। কানাঘুষো চলছে আবারও ফিল্ম পাড়ার বাইরের একজনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। জানা গেছে, কারিশমা খুঁজে পেয়েছেন নতুন সঙ্গী। সান্দিপ তোশনিওয়াল নামের এই ব্যক্তি একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির সিইও।
এক সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে জানায়, স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হওয়া সান্দিপের রয়েছে দুটি ছোট মেয়ে। কারিশমার সঙ্গে এক বন্ধুর মাধ্যমে পরিচয় হয় তার।
অন্যদিকে, সঞ্জয় কাপুর দ্রুতই আবার বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন। প্রিয়া সাচদেভ নামের এক নারীর সঙ্গে তার সম্পর্কের কথা শোনা যাচ্ছিল বহুদিন ধরেই। আর সেটাই তাঁদের বিবাহ বিচ্ছেদের কারণ।