অ্যালবামের কাজের কি খবর?
দীর্ঘদিন পর আবারও দুটি অ্যালবামের পরিকল্পনা করছি। একটি একক অন্যটি দ্বৈত। দ্বৈত অ্যালবামটিতে তার সঙ্গে আছেন আসিফ। আর দুটি অ্যালবামেরই গীতিকার হিসেবে থাকছেন আহমেদ রিজভী। আর একক অ্যালবামটির দুটি গানের কাজ শেষ ।
শুনলাম গান দুটির মিউজিক ভিডিও করার প্রস্তুতি নিচ্ছেন?
হ্যা, গান দুটি রোমান্টিক ধাঁচের। গান এখন আর শুধু শোনার বিষয়ের মধ্যে সীমাবদ্ধ নেই। ভিজ্যুয়াল জগৎ সমপ্রসারণের ফলে সবার মাঝে গানের ভেতরের গল্পটাও দেখার আগ্রহ জন্মেছে। তাই তরুণ শিল্পীরা মিউজিক ভিডিও নির্মাণের দিকে ঝুঁকেছেন। আমিও ভক্ত-শ্রোতাদের চাহিদার কথা ভেবে মিউজিক ভিডিও নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি, আমার সব গানের মতো শ্রোতারা মিউজিক ভিডিও দুটিও সাদরে গ্রহণ করবেন। ইচ্ছে আছে
ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন মনোরম লোকেশনে মিউজিক ভিডিওর দৃশ্যধারণ শুরু হবে। নির্মাণের পরপরই গান দুটি সব টিভি চ্যানেলে একযোগে মুক্তি দেয়া হবে।
গানটা এখন শোনার পাশাপাশি দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই বিষয় নিয়ে আপনি কি বলেন?
এই বিষয়টা কিছুটা সত্য। কিন্তু আমার কাছে মনে হয় আগে আমাদের গাইতে হতে। ভালো গান না হলে ভালো মিউজিক ভিডিও করে কি লাভ। একটি ভালো লিরিকের মধ্যে লুকিয়ে থাকে একটি সুন্দর গল্প। আর সেই গানটি যদি ভালো করে না গাওয়া হয় তবে কি দর্শকরা মনে রাখবে। আমি মনে করি ভালো মিউজিক ভিডিওর পাশাপাশি ভালো গান গাইতে জানতে হবে।
আপনি কি মনে করেন না , আপনাদের সময় নিজেকে দর্শক শ্রোতাদের কাছে তুলে ধরতে যে কষ্ট করতে হয়েছে তা এখনকার নতুনদের করতে হচ্ছে কম?
হ্যাঁ, মিউজিক ভিডিওর কথাই ধরা যাক। বর্তমানে ভালো মিউজিক ভিডিও হচ্ছে না যে তা বলব না। তবে কিছু কিছু নতুন শিল্পী তারা যে সব মিউজিক ভিডিও নির্মান করছেন তাদের মান অনেক খারাপ। এ ছাড়া বর্তমারে আমাদের দেশে ২৪টির ও বেশি চ্যানেল। সব মিলিয়ে তারা তাদেরকে সহজে প্রকাশ করতে পারছে। কিন্তু আমাদের সময় এত টিভি চ্যানেলও ছিল না আর এত খবরের কাগজও ছিল না। আমাদের অনেক কষ্ট করে নিজের যোগ্যতা নিয়ে উপরে উঠতে হয়েছে।
প্রতিযোগিতার মধ্য দিয়ে অনেক শিল্পী আসছে কিন্তু তারা টিকে থাকতে পারছে না কেন?
প্রতিটি জিনিসেরই ভিত ভালো হতে হয়। তা না হলে সেটি বেশি দিন টিকে থাকে না। তেমনি আমাদের গানের ভুবনেও তাই। গানের ভালো চর্চা না থাকলে সে শিল্পী যে প্রতিযোগিতার মধ্য দিয়েই আসুক না কেন টিকে থাকতে পরবে না। আমি অনেক নতুন শিল্পীর সঙ্গে গান গেয়েছি। তাদের গান শুনেছি। আমার কাছে মনে হয়েছে, তাদের টিভিতে কিংবা অ্যালবামের গানের সঙ্গে স্টেজের গানের কোনো মিল নেই। কারণ স্টেজ শো আর টিভিতে গান করার মধ্যে অনেক পার্থক্য আছে।
আলী আফতাব