বার্সেলোনায় জোয়া আখতারের 'দিল ধরেক নে দো'র শ্যুটিংয়ের মাঝখানে দিব্যি প্রেম করে বেড়াচ্ছেন দীপিকা ও রণবীর সিং। শ্যুটিং ফ্লোরের লোকদের কাছে জানা গেছে, শ্যুটিং থেকে ছুটি নিয়ে দিব্য শহর ঘুরছেন দীপিকা-রণবীর। আর সে সুযোগ না ঘটলে মেকআপ ভ্যানে বসেই আলাপ-চারিতায় মগ্ন দু’জন।
আর সেই আলাপ থেকেই খবর পাওয়া গেছে, দীপিকা নাকি রণবীরকে শেখাচ্ছেন ফ্যাশন কাকে বলে? এমনিতেই রণবীরের ফ্যাশন নিয়ে বলিউডের নানা মুখে নানা কথা। কেউ কেউ তো অদ্ভুত, কিম্ভুত বলতেই ছাড়ে না। তাই নিজের মনের পুরুষকে মনের মতো সাজগোজ করার প্ল্যান দিচ্ছেন নাকি দীপিকা। রণবীরও নাকি বাধ্য ছাত্র-র মতো শিখছেন এই সব।