বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব, গীতিকার, সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের ভারপ্রাপ্ত সভাপতি ও বহুমুখি প্রতিভার অধিকারী চিত্রনায়ক শেখ আবুল কাশেম মিঠুন আর নেই। রবি রাত ২টার দিকে কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে তার লাশ নিয়ে বাংলাদেশে আনার পর জানাযার ব্যাপারে সিদ্ধান্ত হবে। শেখ আবুল কাশেম মিঠুনের গ্রামের বাড়ি সাতক্ষীরার দরগাহপুরে দাফন হতে পারে বলে জানা গেছে।
বেশ কিছু দিন ধরে কিডনি ও উচ্চ রক্তচাপজনিত রোগে ভুগছিলেন তিনি। দেশের বিভিন্ন হাসপাতালের চিকিৎসা সত্ত্বেও কিডনি এবং লিভারের তেমন উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার্থে তিনি গত ১৯ মে কলকাতায় যান। সেখানে প্রথমে বিশিষ্ট কার্ডিয়াক সার্জন প্রফেসর ডা. পি বি শুকলা এবং পরে কোঠারী হাসপাতালের বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডা. শেখ শামীমুল হকের চিকিৎসাধীন ছিলেন।
মিঠুন ১৯৫৮ সালের ১৮ এপ্রিল পাইকগাছায় জন্মগ্রহণ করেন। ১৯৮০ সালে ‘তরুলতা’ চলচ্চিত্রের মাধ্যমে মিঠুন রুপালি পর্দায় পদার্পণ করেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে: ‘ঈদ মোবারক’, ‘ভেজা চোখ’, ‘নিকাহ’, ‘কুসুমকলি’, ‘প্রেম প্রতিজ্ঞা’, ‘বেদের মেয়ে জোছনা’, ‘নিঃস্বার্থ’, ‘সাক্ষাৎ’, ‘স্বর্গনরক’, ‘ত্যাগ’, ‘চাকর’, ‘জিদ’, ‘চাঁদের হাসি’, ‘নরম গরম’, ‘গৃহলক্ষ্মী’, ‘এ জীবন তোমার আমার’, ‘খোঁজ খবর’, ‘ছোবল’, ‘কসম’, ‘দিদার’ ও ‘পরিচয়’।
তার রচিত কাহিনী ও চিত্রনাট্যে নির্মিত সিনেমার মধ্যে ‘ঈদ মোবারক’, ‘মাসুম’, ‘প্রেম প্রতিজ্ঞা’, ‘চাকর’, ‘কুসুমকলি’, ‘দস্যু ফুলন’, ‘জেলহাজত’, ‘তেজ্যপুত্র’, ‘সর্দার’, ‘অন্ধ বধূ’ উল্লেখযোগ্য।
বিডি-প্রতিদিন/ ২৫ মে, ২০১৫/ রশিদা