কলকাতার টলিউডের সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মুম্বাইয়ে ‘মালিক’ ছবির সাংবাদিক সম্মেলনে একটি অনভিপ্রেত বিতর্কের মুখে পড়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন ‘এখানে বাংলায় প্রশ্ন করার কী প্রয়োজন?’ ওই ঘটনার পর সমালোচনার শিকার হন তিনি।
কিন্তু এই আলোচনা থেমে যায়নি। সোমবার (৪ আগস্ট) এক অনুষ্ঠানে গিয়ে করে পুরো মনোভাব পাল্টায় মহারথী অভিনেতা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা ভাষা রক্ষার আন্দোলনের সঙ্গে নিজেকে একাত্ম মনে করে সুর মিলিয়েছেন তিনি। সৌজন্যে তুলে ধরলেন ভাষার প্রতি আস্থাভর ও ঐক্যবদ্ধ প্রতিশ্রুতি।
তিনি বলেন,‘ভাষা নিয়ে অনেক কথা হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী একটি বার্তা দিয়েছেন বাংলা ভাষা ছিল, আছে, থাকবে। তার জন্য যে কোনো লড়াই করতেই হবে, সেই লড়াই করব।’
বাংলা ভাষাকে কেন্দ্র করে দেশের রাজনীতিতে যখন তৃণমূল ও বিজেপির মধ্যে উত্তেজনা তুঙ্গে, পরিযায়ী শ্রমিকদের ভাষার কারণে হেনস্তার উদাহরণ সামনে এল সেটি নিয়েও সরব হন প্রসেনজিৎ।
বিডি প্রতিদিন/মুসা