পাকিস্তানি বিজ্ঞাপনের প্রস্তাব ফেরালেন বলিউড অভিনেত্রী প্রাচী দেশাই। বর্তমান কাম্মীর নিয়ে দুই দেশের সম্পর্কে চলতি টানাপোড়েনের কথা মাথায় রেখেই প্রস্তাব ফিরিয়ে দিলেন তিনি।
নায়িকার পারিবারিক সূত্রে খবর, সম্প্রতি একটি পাকিস্তানি বিউটি ব্র্যান্ড তাদের একটি পণ্য এনডোর্স করতে প্রাচীকে প্রস্তাব দিয়েছিল। তবে দু'দেশের বর্তমান সম্পর্কের বিষয়টি মাথায় রেখে প্রস্তাবে সায় দেননি তিনি। কারণ তার মধ্যে একটি শঙ্কা কাজ করছিল, যদি তিনি এ বিজ্ঞাপনে আগ্রহী হন তাহলে বিভিন্ন মহল থেকে নিন্দার ঝড় উঠতে পারে।
বিডি-প্রতিদিন/১৫ ডিসেম্বর, ২০১৬/মাহবুব