এখন থেকে সমগ্র বিশ্বের মানুষই বলিউড অভিনেতা শাহরুখ খানের ছবি দেখতে পারবে। বিশ্বের প্রথম সারির ইন্টারনেট টিভি নেটওয়ার্কের সঙ্গে চুক্তি হয়েছে শাহরুখের চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইনম্যান্টের সঙ্গে।
নেটফ্লিক্সে প্রথম প্রকাশ করা হবে শাহরুখের সদ্য মুক্তি পাওয়া 'ডিয়ার জিন্দেগী' ছবিটি। এরপর থেকে শাহরুখের যত ছবি মুক্তি পাবে সবগুলোই পাওয়া যাবে নেটফ্লিক্সে। 'হ্যাপি নিউ ইয়ার', দিলওয়ালে, 'ওম শান্তি ওম' এর মতো শাহরুখ অভিনীত হিট ছবিগুলোও পাওয়া যাবে নেটফ্লিক্সে।
বিডি প্রতিদিন/১৫ ডিসেম্বর, ২০১৬/ফারজানা