সম্প্রতি হৃতিক রোশন অভিনীত ‘কাবিল’ ছবিটির ট্রেইলার মুক্তি পেয়েছে। এই ছবিতে একজন দৃষ্টি প্রতিবন্ধীর চরিত্রে দেখা গেছে এই বলিউড অভিনেতাকে। হৃতিকের এক দৃষ্টি প্রতিবন্ধী ভক্ত এরই মধ্যে জনপ্রিয় এ ছবিটির ‘কাবিল হু’ গানটিতে নেচে একটি ভিডিও টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছেন।
সাইজা নামে এক দৃষ্টি প্রতিবন্ধী কিশোরী তার টুইটারে ‘কাবিল হু’ গানটিতে নেচে তার ভিডিও শেয়ার করেন। ভিডিওটির ক্যাপশনে তিনি লিখেছেন, “এ ভিডিওটি আমি হৃতিক রোশনের উদ্দেশ্যে শেয়ার করলাম। আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী আর ‘কাবিল’-এ হৃতিক-এর অভিনয় আমাকে অণুপ্রাণিত করেছে।”
ভক্তের এমন কাণ্ডে বেশ আনন্দিত হয়ে হৃতিক এক টুইটার পোস্টে জানিয়েছেন, “সাইজা, তোমাকে দেখে আমি দারুণ আনন্দিত। তুমি চোখে দেখতে পাও কি না পাও সেটি বড় বিষয় নয়! তুমি খুবই সুন্দর! তোমার নাচ আমাকে মুগ্ধ করেছে!”
চবিডি-প্রতিদিন/১৬ ডিসেম্বর, ২০১৬/তাফসীর-২