ভারতের জনপ্রিয় সুরকার অজিত বর্মন (৬৯) আর নেই। ভারত-পাকিস্তান ভাগের সাল ১৯৪৭ এর ২৬ মার্চ জন্ম নেয়া প্রখ্যাত এই সুরকার কাজ করেছেন সত্যজিৎ রায়, মৃণাল সেন, পঙ্কজ মল্লিক, সলিল চৌধুরীদের মতো বিখ্যাত সব চলচ্চিত্রকারদের সঙ্গে। মূলত ষাটের দশকেই সুরকার হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন। মাত্র কয়েক বছরের মধ্যেই নিজের শক্ত অবস্থান তৈরি করতে পেরেছিলেন অজিত বর্মন।
শুধু কলকাতার বাংলা চলচ্চিত্রেই নয়, বোম্বে (মুম্বাই) ফিল্ম ইন্ড্রাস্ট্রির নির্মাতাদের সঙ্গে কাজ করেছেন। গোবিন্দ নিহালিনী, মহেশ ভাটের মতো প্রথম সারির নির্মাতাদের ছবিতে সুর দিয়েছেন তিনি। 'বিজেতা', 'আক্রোশ', 'সারাংশ' এর মতো জনপ্রিয় বেশ কয়েকটি ছবির সুরকার ছিলেন অজিত বর্মন।
টাইমস অব ইন্ডিয়া জানায়, বৃহস্পতিবার আন্ধেরি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে অজিত বর্মন। আশির দশকে খ্যাতি, সুনামের চূড়ান্ত শিখরে অবস্থান করা অজিত বর্মনের শেষ দিনগুলো ভালো কাটেনি। তার প্রিয় জায়গা চলচ্চিত্র শিল্পের মানুষজনও তাকে মনে রাখেনি। তার শেষকৃত্যেও চলচ্চিত্রাঙ্গনের কেউ হাজির ছিলেন না।
বিডি প্রতিদিন/ ১৬ ডিসেম্বর, ২০১৬/ফারজানা