আগামী ২৩ ডিসেম্বর মুক্তি পাচ্ছে কুস্তিগীর মহাবীর ফোগাতের বায়োপিক ‘দাঙ্গাল’। ছবিতে মহাবীর ফোগাতের চরিত্রে আছেন আমির খান। মহাবীর ফোগাতের স্ত্রী দয়া কউরের চরিত্রে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাক্ষী তানওয়ার।
সম্প্রতি জানা গেছে, দয়া কউরের চরিত্রের জন্য ৭০ জন অভিনেত্রী অডিশন দিয়েছিলেন। এই তালিকায় ছিলেন মল্লিকা শেরাওয়াতও। কিন্তু তাকে বাদ দিয়ে দেয় 'দাঙ্গাল' এর কাস্টিং ইউনিট। একটি সাক্ষাত্কারে মল্লিকা বাদ পড়ার কারণ জানিয়েছেন। তিনি বলেন, ওরা আমাকে স্পষ্ট জানিয়ে দেয়, আমরা যতই চেষ্টা করি না কেন আপনাকে চার যুবতীর মা কোনোভাবেই মনে হবে না।
ছবিতে সাক্ষী তানওয়ারকে চার তরুণীর মায়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। মল্লিকাকে বাদ দিয়ে 'দাঙ্গাল' এর কাস্টিং ইউনিট ভুল করেনি। 'দাঙ্গাল' ছবির একাধিক গান ও ট্রেইলারে সাক্ষীকে চার তরুণীর মায়ের চরিত্রে বেমানান মনে হয়নি।
বিডি প্রতিদিন/ ১৬ ডিসেম্বর, ২০১৬/ফারজানা